Woman gave birth to granddaughter: ‘এটা আমার বাচ্চা নয়,’ নাতনির জন্ম দিলেন ৫২ বছরের মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘এটা আমার বাচ্চা নয়,’ নাতনির জন্ম দিলেন ৫২ বছরের এক মহিলা! নাম ক্রিস্টি স্কিমিডট। আসলে ক্রিস্টির মেয়ে হাইডি ২০১৫ সালে বিয়ের পর, তিনি ও তাঁর স্বামী জন যখন পরিবার পরিকল্পনা করেন, তখন জানতে পারেন যে মা হওয়া হাইডির জন্য সহজ হবে না। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কারণ হাইডির জরায়ুতে সমস্যা ছিল। তাও সাহস করে এগোন হাইডি। ২০২০ সালে গর্ভধারণ করেন। যমজ সন্তান আসে হাইডির গর্ভে। কিন্তু ১০ সপ্তাহ পর গর্ভস্থ এক সন্তানের হৃদস্পন্দন আচমকা বন্ধ হয়ে যায়। ২৪ সপ্তাহের মাথায় আরেক গর্ভস্থ শিশুরও মৃত্যু হয়। হতাশ হয়ে পড়েন হাইডি। ডাক্তার হাইডিকে সতর্ক করে দেন যে, তিনি যদি আবার গর্ভধারণ করেন, তবে তা তাঁর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। 

তখনই মেয়ের প্রতি অসীম-অপার স্নেহ-ভালোবাসা থেকে কঠিন সিদ্ধান্ত নেন ক্রিস্টি। এগিয়ে আসেন নিজের মেয়ে হাইডির মা হওয়ার স্বপ্নপূরণে। হাইডি যখন তাঁর মাকে জানান যে, তাঁরা আইভিএফ-এর কথা ভাবছেন, তখন মেয়ের মুখে সেকথা শুনে নিজে এগিয়ে আসেন ও সারোগেট মা হওয়ার প্রস্তাব দেন ক্রিস্টি।  অবশেষে হাইডি ও জনের সন্তানকে নিজের গর্ভে ধারণ করেন ক্রিস্টি। তারপর ২০২২-এর মার্চে নাতনি একোজয়ের জন্ম দেন ক্রিস্টি। 

আরও পড়ুন, Red Beach | Blood Rain: WATCH | আকাশ ধুয়ে নামছে ‘রক্ত’! গোটা সৈকত নিমেষে রক্তবর্ণ! মিশছে সমুদ্রে, দেখুন বিস্ময়কর ভিডিয়ো…

Nostradamus Predictions: হিন্দু রাষ্ট্র-ক্যারিশমাটিক নেতা! ভারত নিয়ে বড় ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link