Woman beated Man | Declined Marriage: ‘এখন পারব না প্লিজ…’ বিয়েতে গড়রাজি প্রেমিককে মেরে ১৩ টুকরো করল যুবতী প্রেমিকা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিংসাত্মক পরিণতি! প্রেমের যে এমন করুণ পরিণতি হবে তা হয়তো ভাবতে পারেননি বিবাহিত প্রেমিক। আর তার জেরেই তেরো টুকরো হল তাঁর হাত-পা।

হরিয়ানার ফরিদাবাদে এরসমই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গুলশান নামের এক ব্যক্তি তাঁর বান্ধবীকে বিয়ে করতে না চাওয়ায়, সেই মহিলার পরিবার, ওই যুবককে নির্মমভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ। এই হামলায় তার ১৩টি হাড় ভেঙে গেছে এবং গত ১৭ দিন ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: দুর্দান্ত সুখবর! নববর্ষের প্রথম দিনেই কমল স্টেট ব্যাঙ্কের সুদের হার, খুশি মধ্যবিত্ত…

ঘটনাটি ঘটে ২৯শে মার্চ, গুলশানকে ২১.৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার অজুহাতে ওই মহিলার বাড়িতে ডেকে পাঠানো হয়। এই টাকা তিনি ওই মহিলাকে দিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু, বিয়ের দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। তিনি দাবি করেন যে মহিলা এবং তার পরিবারের সদস্যরা তাকে মারধর শুরু করে, তার হাত ও পা প্লাস্টারে আটকে যায়।

গুলশান পুলিসকে বলেন, “আমি আমার টাকা ফেরত আনতে গিয়েছিলাম। কিন্তু আমাকে এত মারধর করা হয়েছিল যে, জীবন বাঁচাতে আমাকে পালিয়ে যেতে হয়েছিল।”

২০১৯ সালে তাদের সম্পর্ক শুরু হয়। ওই মহিলা তাঁর মোবাইল দোকানে ঘন ঘন আসতেন, আর এভাবেই তাঁদের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। তবে, তাদের কেউই আইনত  নিজ স্বামী/স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ করেননি। গুলশান তাঁর স্ত্রীর থেকে আলাদা থাকেন, আর ওই মহিলা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: ‘মেয়েটা ধর্ষণ ডেকে এনেছে’, হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ ‘সুপ্রিম’ ধমক, ‘এসব হচ্ছেটা কী!’

মহিলার ১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে, আর গুলশানের তিনটি সন্তান রয়েছে।

গুলশানের অভিযোগের ভিত্তিতে ফরিদাবাদ পুলিস পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্ত চলছে, এবং এই মারধোরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিস জানিয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link