Wolf Attack: ২০০ পুলিস, ২৫ টিমেও প্রাণাতঙ্কে কাঁপছে UP! 'ল্যাংড়া'কো পকড়না মুশকিলহি নেহি…..

উত্তরপ্রদেশে এবার নতুন আতঙ্ক মানুষখেকো নেকড়ে। গত দুমাসে উত্তরপ্রদেশের বাহরাইচ এলাকার বেশ কয়েকটি গ্রামজুড়ে নেকড়্রের হানায় প্রাণ গিয়েছে ১১ টিরও বেশি, যার মধ্যে ৯ জন রয়েছে শিশু। রক্তাত হয়েছেন একাধিক মানুষ। সংখ্যাটা প্রায় ৪০ এর কাছাকাছি। মঙ্গলবার রাত্রেও ১১ বছরের এক ঘুমন্ত বালিকার ঘাড়ে কামড় দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক নেকড়ে। রক্তাক্ত অবস্থায় ওই বালিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Source link