জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের ৩১টি বিধানসভায় চলছে উপনির্বাচন, ১০টি রাজ্যের সাতটি সিট রাজস্থানে, ছয়’টি পশ্চিমবঙ্গের, পাঁচটি আসাম, চারটি বিহার, তিনটি কর্ণাটক, দুটি মধ্যপ্রদেশ একটা করে ছত্তিসগড়, গুজরাট, কেরালা এবং মেঘালয়া। আর দুটি সিট সিকিমের যেখানে লড়াই ছাড়াই জিতে গিয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা।
আরও পড়ুন: India First Hydrogen Train: ভারতে এবার দৌড়বে হাইড্রোজেন ট্রেন, কবে থেকে চালু-গতি কত…
এই সবকটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল কেন্দ্র কেরালার ওয়ানাডের উপনির্বাচন। যেখানে নির্বাচনী অভিষেক করলেন প্রিয়াঙ্কা গান্ধী। কেন এই কেন্দ্রে ফের লোকসভা উপনির্বাচন ? শেষ লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু তিনি রাইবেরেলি কেন্দ্রে থেকেও ভোটে লড়াই করেছিলেন এবং সেখানেও জয় লাভ করেছিলেন। কিন্তু শেষমেশ তিনি রাইবেরেলি কেন্দ্র বেছে নিয়ে ছিলেন। সেই কারণেই ফের উপনির্বাচন কেরালার ওয়ানাডের কেন্দ্রে।
এক ঝলকে সমস্ত কেন্দ্রের ভোট কথা:
কর্ণাটক সাক্ষী থাকল তিন কেন্দ্রে দ্রুততম ভোটগ্রহণ পর্বের । সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে কর্ণাটকে। সকাল ১১টা পর্যন্ত কর্ণাটকের এই তিন বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ৮০%।
অন্যদিকে কংগ্রেস জেনারেল প্রিয়াঙ্কা গান্ধী তিনি কেরালার ওয়ানাডের থেকে উপনির্বাচনে লড়াই করছেন। বুধবার, তিনি জানিয়েছিলেন তিনি আশাবাদী এই কেন্দ্রের ভোট নিয়ে। এই কেন্দ্রের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে। অবশ্যয় তাদের দেওয়া ভালোবাসা আমি ফিরিয়ে দিতে পারব। সকাল ১১টা পর্যন্ত প্রায় ২৭% ভোট পড়েছে।
মধ্যপ্রদেশের দুই কেন্দ্র বিজয়পুর এবং বুধনি কেন্দ্রে চলছে বিধানসভার উপনির্বাচন। সকাল ১১টা পর্যন্ত দুই কেন্দ্রে মোট ভোট
পড়েছে প্রায় ৭৫%। বিজয়পুর বিধানসভা কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা ২লক্ষ ৫৪হাজার ৮১৭ জন। এবং বুধনিতে ২লক্ষ ৭৬হাজার ৬০৪ জন।
আরও পড়ুন: Delhi Rape Case: ফের রাজধানীতে গণধর্ষণের শিকার ২ তরুণী, গ্রেফতার ৫…
বিহারের চারটি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। সকাল ১১টা পর্যন্ত ৪টি কেন্দ্রে ভোট পড়েছে মোট ৯০%।
বাংলার ছয় বিধানসভায় চলছে উপনির্বাচন। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল। কিন্তু তারপরেও অশান্তির ছবি অব্যাহত। নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত বাংলার ছয় কেন্দ্রে ভোট প্রায় ৩০.০৩% ভোট পড়ল। ভোট দানের নিরিখে এগিয়ে তালড্যাংড়া। সেখানে ভোট পড়েছে গড়ে ৩২%।
এখনও পর্যন্ত সকাল ১১টা পর্যন্ত ৫০% ভোট পড়েনি। কিন্তু তার আগেই উত্তপ্ত বাংলার ছয় কেন্দ্র। কোচবিহারের সিতাইয়ের একটি বুথে ইভিএমের দুটি বোতামে সেলোটেপ লাগানোর অভিযোগ। মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। জানা গিয়েছে, মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুজনাই গ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল। সে সময়ই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।
মেদিনীপুরে আক্রান্ত বিজেপি নেতা। মেদিনীপুরের শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীই তাঁর উপর হামলা চালিয়েছে।
আরও পড়ুন: CISF Women Battalion: বদলাচ্ছে খোল নলচে! ইতিহাসে প্রথম এবার CISF-এ মহিলা ব্যাটেলিয়ন…
অন্যদিকে নৈহাটিতে ভোটগ্রহণ পর্বের মাঝেই ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা। সকালে ভাটপাড়ার পালঘাট রোডের এক চায়ের দোকানে অশোক সাউ নামে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় একটি নার্সিং হোমে তাকে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। গুলির পাশাপাশি চলে বোমাবাজিও। ওই ঘটনার পর থমথমে ভাটপাড়া। অশোক সাউ ছিলেন ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রেসিডেন্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)