জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর রাতে বিশাখাপত্তনমের একটি বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অন্তত ২৫টি মাছ ধরার নৌকা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ নিয়ে আসতে হয়েছে। পাশাপাশি একাধিক দমকল ইঞ্জিনকে আগুন নেভাতে লড়াই করেছে।
প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লাখ টাকা, এই ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪-৫ কোটি টাকা।
বিশাখাপত্তনমের পুলিস কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, গভীর রাতে একটি মাছ ধরার নৌকায় আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ‘আগুন যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য নৌকাটিকে লাইন ভেঙে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাতাস এবং জলের প্রবাহ এটিকে ফের জেটিতে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই অন্য নৌকাগুলোও পুড়ে যায়’।
আরও পড়ুন: Indian Economy: আমেরিকা-ইউরোপ থেকে দেশে ফিরছেন ভারতীয় উদ্যোক্তারা! কেন জানেন?
ঊর্ধ্বতন পুলিস কর্মকর্তা বলেন, নৌকার ডিজেল কন্টেনার এবং গ্যাস সিলিন্ডার আগুনে জ্বালানি যোগ করে এবং পুরো জেটি এলাকা আগুনে পুড়ে যায়।
জেলেরা সন্দেহ করছে কিছু অপরাধী নৌকায় আগুন লাগিয়ে দিয়েছে। কোনও একটি নৌকায় কোনও আমোদ অনুষ্ঠান থেকেও আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে।
বন্দর থেকে পাওয়া মর্মান্তিক দৃশ্যগুলিতে দেখা গিয়েছে যে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা। ঠিক সেই সময়ে জেলেদেরকেই আগুনের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখা যায়। এই আগুনে তাদের জীবিকা নির্বাহের উপায় ধ্বংস হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Indian Rupee: বিশ্ববাণিজ্যে উন্নতিতে নজর! কীভাবে শক্তিশালি হবে ভারতের মুদ্রা?
কিছু নৌকার জ্বালানী ট্যাঙ্কে আগুন পৌঁছানোর কারণে বিস্ফোরণ ঘটে যার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিনিয়র পুলিস অফিসার আনন্দ রেড্ডি জানান, রাত সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। তিনি আরও বলেন, ‘নৌকায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে, তাই আমরা লোকজনকে দূরে থাকতে বলছি। ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে’।
তিনি যোগ করেছেন, ‘আগুনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে’।
পুলিস কমিশনার রবিশঙ্কর বলেছেন, ঘটনার গভীরে যাওয়ার জন্য একটি বহুবিভাগীয় তদন্ত করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)