VIral News: বিমানের শৌচালয়ে যুগলের উদ্দাম যৌনতা! অভিযোগের নিশানায় পাইলট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাত্রিবাহী বিমানের প্যান্ট্রিতে উদ্দাম যৌনতায় মেতে ছিলেন যুগল। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে বিদেশি বিমান সংস্থা! সংস্থার তরফে ওই বিমানের কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলেও খবর। পুরো ঘটনায় হইচই পড়েছে। কীভাবে দম্পতির গোপন মুহূর্তের ভিডিও এভাবে ক্যামেরাবন্দি করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

আরও পড়ুন: Bangladesh: ভাষার জন্য রক্ত ঝরিয়ে স্বাধীন বাংলাদেশের প্রিয় এখন পাকিস্তান

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গম করছিলেন এক যুগল। সেই ঘটনা ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। কিছু দিনের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিও। অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়েছেন। আর তার পরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। 

বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরাও। এক জন এক্স ব্যবহারকারীর পোস্টে লেখা, ‘‘সুইস এয়ারের বিমানটি ব্যাঙ্কক থেকে জুরিখ যাচ্ছিল। প্রথম শ্রেণিতে যাত্রা করছিলেন ওই দু’জন। গোপনে তাঁদের সঙ্গমের ভিডিও ক্যামেরাবন্দি করেন পাইলটেরা। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।’’ 

আরও পড়ুন: India to USA: অবিশ্বাস্য! মোদীকে নিরন্তর আক্রমণ করে বিজেপি-সরকার ফেলে দিতে চাইছে আমেরিকা? কেন?

অন্য দিকে, সুইস এয়ার মুখপাত্র মেইক ফুলরট সংবাদমাধ্যম ‘ডেলি মেল’কে বলেছেন, ‘‘যাত্রীদের সম্মতি ছাড়া এই ধরনের ভিডিও রেকর্ড করা এবং তা এ ভাবে ছড়িয়ে দেওয়া মূল্যবোধের পরিপন্থী। এ ক্ষেত্রে সুরক্ষাবিধিও লঙ্ঘন করা হয়েছে।’’ কী ভাবে ভিডিয়োটি ছড়িয়ে পড়ল এবং এর নেপথ্যে অন্য কোনও বিমানকর্মীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মেইক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link