Uttar Pradesh: স্কুলের দৌড় প্রতিযোগিতা! ছুটতে ছুটতেই মৃত্যু কিশোরের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়সছিল মাত্র ১৪। খেলাধুলোতে ছিলেন তুখড়। স্কুলের প্রতিযোগিতাতেও নাম দিয়েছিল সে। এবং সেই প্রতিযোগিতায় পুরস্কার আনার জন্য জোরদার অনুশীলনে নেমেছিলেন কিশোর। কিন্তু অধরা থেকে গেল সেই পুরস্কার। নিজের বাড়ির এলাকায় দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছিল কিশোর। আচমকা সেখানেই বিপদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ বছরের মোহিত চৌধরির। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলার সিরাউলি গ্রামে। 

আরও পড়ুন: Maoists Encounter in Telangana: পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৭ মাওবাদী! উত্তপ্ত তেলেঙ্গানা…

পুলিস জানায়, গ্রামের রাস্তাতেই মোহিত এবং তার কিছু বন্ধু একসঙ্গে দৌড়চ্ছিল। ৭ ডিসেম্বর  স্কুলে খেলাধুলোর প্রতিযোগিতার দিন নির্ধারিত হয়েছিল। কিশোরের বন্ধুদের মতে, শুক্রবার তারা এক সঙ্গেই দৌড়চ্ছিল। হঠাত মাটিতে মাথা ঘুরে পড়ে যায়। তার আগে মাত্র দুই রাউন্ড দৌড়েছিল সকালে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়ে নিকটবর্তী হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয়দের মতে, চলতি বছরে অগাস্ট মাসে কিশোরের বাবা পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। চার মাসের মাথায় মৃত্যু হল পুত্রেরও। সম্প্রতি কমবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দিনকে দিন বাড়ছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরে লখনউয়ের একটি স্কুলে খেলতে খেলতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৯ বছরের শিশুর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link