Uttar Pradesh: বর্বরতার চূড়ান্ত‍, প্রকাশ্য রাস্তায় মহিলা কনস্টেবলকে ফেলে বেধড়ক মার, নোংরা স্পর্শ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের খবরে উত্তরপ্রদেশ। প্রকাশ্য রাস্তায় মহিলা কনস্টেবলকে বেধড়ক মারধর করে এক বর্বর। হাতাহাতির সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়,  সিভিল ড্রেসে এক মহিলা কনস্টেবল রাস্তা দিয়ে যাচ্ছেন। তখনই একজন বাইক আরোহী এসে তাঁকে কিছু জিজ্ঞাসা করে। তারপর কথা বলতে বলতে বচসা বেঁধে যায়, তর্কের পর শুরু হয় মারামারি। লোকটি মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে মাটিতে ফেলে দেয়। লড়াইয়ের সময় ভিড় জমে যায়। 

রাস্তার বাকি লোকেরা তাকে বাধা দিতে গেলে হামলাকারী বাইক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতোমধ্যেই নির্যাতিতা মহিলা কনস্টেবল মোরাদাবাদের সিভিল লাইন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। , যার মধ্যে ৪ জন নামী এবং ৬ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে। এ প্রসঙ্গে এসপি সিটি বলেন, আসামিদের খোঁজে দল মোতায়েন করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ৩০ নভেম্বরের।

আরও পড়ুন:Viral Video: ঘোর কলি! নিজের বাবার গলাতেই মালা পরালেন ২৪-এর তরুণী…

জানা গিয়েছে, নির্যাতিতা কনস্টেবল সিভিল লাইন এলাকার একটি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় পেছন থেকে একজন বাইক আরোহী এসে তাঁকে কিছু বলে। তিনি উত্তর দিলে সে বাইক থেকে নেমে তাকে মারধর শুরু করে। লোকটি তাঁকে রাস্তার একপাশ থেকে অন্য দিকে টেনে নিয়ে যায়। এদিকে দুজনেই মাটিতে পড়ে গেলেও লোকটি তাঁকে মারতে থাকে। কেউ কেউ হস্তক্ষেপ করলেও ব্যক্তির হাত থামে না। এরই মধ্যে আরও দুইজন আসে। তাদের একজন নির্যাতিতার সঙ্গে মারামারি করে এবং অন্য একজন লোকটির বাইকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাইকটি স্টার্ট নিচ্ছিল। ধীরে ধীরে ভিড় জড়ো হতে দেখে সবাই পায়ে হেঁটে পালিয়ে যায়।  

নির্যাতিতা অভিযোগ জানায় যে, সিভিল লাইন থানার সার্কেলে থাকেন। ৩০ তারিখ বিকাল ৩টার দিকে সে তার বাড়িওয়ালার বাড়ি যাচ্ছিলেন। সেই সময় অজ্ঞাত ৫-৬জন লোক নিয়ে ইরফান ও সেলিম তাঁকে ডাকে। তারপর তারা তার পিছনে এসে তাকে বাইক স্টার্ট দিতে বলে। তিনি রাজি না হলে তাদের একজন আমরিনকে চড় মারেন। এরপর তারা তাকে মারধর করে রাস্তার অপর পাশে টেনে  নিয়ে যায়। এ সময় তার অন্য বন্ধুরাও এসে গালিগালাজ করতে থাকে। তাঁর নোংরাভাবে স্পর্শ করে। এবং পেটে লাথি মারে, যার ফলে নির্যাতিতার রক্তপাত শুরু হয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link