US President Election 2024 | Donald Trump: প্রেসিডেন্ট হয়ে কী বিপুল বেতন এবং কত অঢেল সুবিধা ভোগ করবেন ট্রাম্প, জানেন? Do you know what salary and benefits Trump will enjoy as president

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ প্রচন্ড। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মতো প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, তখন অনেকের মনে প্রশ্ন আসে –যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কী পরিমাণ বেতন এবং সুযোগ-সুবিধা পান? বিশ্বের অন্যতম ক্ষমতাধীন ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক অন্য জীবনযাত্রার সুবিধা পান। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: US President Election 2024 | Donald Trump: জিতেই বিরল সব রেকর্ড ট্রাম্পের! ১৩২ বছরে মার্কিনি ইতিহাসে এই প্রথম…

মার্কিন প্রেসিডেন্ট বেতন হিসাবে কত পাবেন তিনি? আরও কী কী সুযোগ-সুবিধা মিলবে? অবসরের পরই বা কী কী সুবিধা পান একজন মার্কিন প্রেসিডেন্ট?এই নিয়ে জল্পনা-কল্পনা চলতেই থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক বেতন $৪০০,০০০, যা ভারতীয় টাকায় প্রায় ৩.৩৬ কোটি টাকার সমান। এছাড়াও প্রেসিডেন্টকে বছরে $৫০,০০০ (প্রায় ৪২ লাখ টাকা) হাতখরচ হিসেবে দেওয়া হয় যা সরকারি দায়িত্ব পালন করতে এবং বিভিন্ন খরচ মেটাতে, যেমন অতিথি আপ্যায়ন এবং আনুষ্ঠানিক কার্যক্রম।

নতুন প্রেসিডেন্ট হওয়ার সময় প্রেসিডেন্ট $১০০,০০০ (প্রায় ৮৪ লাখ টাকা) এককালীন টাকা পান যা তাদের নতুন বাড়ি এবং অফিস সাজানোর কাজে খরচ করতে পারেন। হোয়াইট হাউসকে তাদের নিজেদের মতো করে থাকার ও কাজ করার জন্য আরও উন্নত করে তোলে। 

আরও পড়ুন: US Presidential Elections: মসনদে ট্রাম্প! সেনেট দখল রিপাবলিকানদের, বহু পিছিয়ে কমলা…

ইতিহাসের পাতায়: মার্কিন প্রেসিডেন্টের বেতন বৃদ্ধির ধারা প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বছরে মাত্র $২৫,০০০ বেতন পেতেন, যা তখনকার জন্য অনেক বেশি ধরা হয়। তবে দেশের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বেতনও সময়ে সময়ে বৃদ্ধি পায়। এখানে কয়েকটি উল্লেখযোগ্য সময়ের বেতনের পরিবর্তন: 

১৭৮৯: $২৫,০০০

১৮৭৩: $৫০,০০০

১৯০৯: $৭৫,০০০

১৯৪৯: $১০০,০০০

১৯৬৯: $২০০,০০০

২০০১: $৪০০,০০০ (শেষ বৃদ্ধি, জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সিতে)

যদিও গত ২৩ বছরে বেতন বাড়েনি, তবে এটি অনেক নেতার তুলনায় এখনও বেশি।

আরও পড়ুন: US Election Result 2024: সুইং স্টেটে পিছিয়ে কমলা হ্যারিস, হোয়াইট হাউসের আরও কাছাকাছি ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সুযোগ-সুবিধা: 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে।একটি বিলাসবহুল হোয়াইট হাউস, ঘুরতে যাওয়ার সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কত কী…

হোয়াইট হাউস

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস প্রেসিডেন্টের প্রধান বাড়ি ও কাজের জায়গা। এই বাড়িটি ১৮ একর জমির ওপর অবস্থিত, যেখানে রয়েছে বড় বড় ঘর, বাগান এবং অফিস স্পেস। 

বিনোদন ও স্টাফ 
প্রেসিডেন্টের বার্ষিক বাজেটে $১৯,০০০ বিনোদন হিসেবে রয়েছে। এটি অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে খরচ করা হয়।

স্বাস্থ্য ও চিকিৎসা 
প্রেসিডেন্ট ও তার পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই সেবায় বিশ্বের সেরা চিকিৎসক এবং চিকিৎসার সুবিধার ব্যবস্থাও রয়েছে।

নিরাপত্তা
প্রেসিডেন্টের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি নিশ্চিত করতে সিক্রেট সার্ভিস, এফবিআই এবং মেরিন বাহিনীর সদস্যরা প্রেসিডেন্টকে সর্বোচ্চমানের নিরাপত্তা দিয়ে থাকেন। ঘুরতে যাওয়ার সময় প্রেসিডেন্টের জন্য রয়েছে এয়ার ফোর্স ওয়ান, উন্নত মানের বিমান যার মধ্যে অফিস, বৈঠকের জন্য হল, এমনকি ব্যক্তিগত বেডরুমও রয়েছে সেখানে। এছাড়াও নিরাপত্তা হিসেবে বুলেটপ্রুফ লিমোজিন এবং মেরিন হেলিকপ্টার রয়েছে।

আরও পড়ুন: US Election 2024: মার্কিন মুলুকের গদিতে কে? ভোট গণনার আগেই চলে এল অব্যর্থ ভবিষ্যদ্বাণী…

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেতন বেশি হলেও, তা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মতো কিছু নেতার তুলনায় কম। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বছরে $১.৬১ মিলিয়ন বেতন পান, যা বিশ্বের সবচেয়ে বেশি বেতন। অনেক মার্কিন প্রেসিডেন্ট তাদের বেতন দান করে দিয়ে থাকেন , যেমন ডোনাল্ড ট্রাম্প, জন এফ কেনেডি এবং হারবার্ট হুভার। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link