US Election Result 2024: সুইং স্টেটে পিছিয়ে কমলা হ্যারিস, হোয়াইট হাউসের আরও কাছাকাছি ট্রাম্প!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে কমলা হ্যারিস অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচন নিয়ে সজাগ বিশ্ব। নির্বাচনের ফলাফলেই বদলে যেতে চলেছে অনেক হিসেব-নিকেশ। ইতিমধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন, Donald Trump: নির্বাচনই ট্রাম্পের অগ্নিপরীক্ষা! জিতলে হোয়াইট হাউজ, হারলে জেল…

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট। অর্থাৎ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। দুজনের মধ্যে ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধান ২০।

সুইং স্টেটে আপাতত কমলা হ্যারিসদের অবস্থা তেমন ভালো নয়। একটি হেরে গিয়েছেন – নর্থ ক্যারোলিনা। পাঁচটিতে পিছিয়ে আছেন – জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিন। আর নেভাদার প্রাথমিক ট্রেন্ড এখনও মেলেনি। এখনও পর্যন্ত কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে নিউইয়র্ক, ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়া। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসে জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অঙ্গরাজ্যটির ৪০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি।  ট্রাম্প তাঁর নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন। ২৪ বছর আগে এ অঙ্গরাজ্যের কারণে প্রেসিডেন্ট হয়েছিলেন রিপাবলিকান দলের জর্জ ডব্লিউ বুশ। ডেমোক্র্যাট দলের আল গোরকে হারিয়েছিলেন তিনি।

এখন পর্যন্ত, ৭৩ শতাংশ ভোট গণনার পরে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে, রিপাবলিকান প্রার্থীরা সহজে জয় পেয়েছিল। ২০১৮ সালে এখানে ডেমোক্র্যাটদের আধিপত্য সত্ত্বেও রিপাবলিকানরা গভর্নর এবং সেনেটর নির্বাচিত হয়েছিল। ফ্লোরিডা এখন একটি লাল রাজ্য। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০। 

এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ক্ষমতা দখল করে দিল রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের হাতে যে আসনগুলি ছিল, সেগুলিতে রিপাবলিকানরা জিতে গিয়েছেন। এপির প্রতিবেদন অনুযায়ী, আপাতত সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা হল ৫১। আর ডেমোক্র্যাট সদস্যের সংখ্যা হল ৪২। আর চার বছরে প্রথমবার সেনেটের দখল নিল রিপাবলিকানরা। 

আরও পড়ুন, US Election 2024: মার্কিন মুলুকের গদিতে কে? ভোট গণনার আগেই চলে এল অব্যর্থ ভবিষ্যদ্বাণী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link