UP Tractor Accident: গঙ্গাস্নান করতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু, ২২ জনকে নিয়ে ট্রলি গিয়ে পড়ল পুকুরে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাক্টরের ট্রলিতে চড়ে গঙ্গাস্নানে বেরিয়েছিলেন শিশু-মহিলা সহ ২২ জন। সেই ট্রাক্টরটি গঙ্গার ঘাটে যাওয়ার পথে উল্টে গিয়ে পড়ল পাশের পুকুরে। ঘটনস্থলেই জলে তলিয়ে গেল ওই ২২ জন। মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কাশগঞ্জে।  স্থানীয়দের দাবি, গতির কারণেই ট্রলিটি উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়।

আরও পড়ুন-পচা ঘুগনি থেকে জাল মিনারেল ওয়াটার, খাদ্যের নামে অখাদ্য বিক্রির রমরমা স্টেশনে!

উত্তরপ্রদেশের আলিগড় রেঞ্জের আইজি শালাভ মাথুর সংবাদমাধ্যমে জানিয়েছেন, ট্রাক্টরটি গতি বাড়িয়ে অন্য একটি গাড়িকে ওভারচেক করার চেষ্টা করছিল। তখনই সেই উল্টে গিয়ে পাশের ৮-৯ ফুট গভীর একটি পুকুরে পড়ে যায়। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু ও মহিলা। 

মাথুর আরও জানিয়েছেন, ট্রাক্টরটি এটাওয়া জেলার জৈথারা থেকে যাচ্ছিল। ট্রাক্টরের গতির জন্যই সম্ভবত এই দুর্ঘটনা। মৃতদেহগুলি দ্রুত ময়নাতদন্ত করে তাদের আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে।

গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলায়। দুর্ঘটনায় মৃতের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের প্রত্যেককে দেওয়া হবে ২০ হাজার টাকা।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক শোকবার্তায় লিখেছেন, কাশগড়ের দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। এমন ঘটনা খুবই মর্মান্তিক। স্বজন হারানো মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি। শ্রীরামের কাছে প্রার্থনা করি মৃতদের আত্মার শান্তি দিন। আহতরা দ্রুত সেরে উঠুন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link