জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বাজে পয়সা নষ্ট করতে চাই না।’ তাই স্ত্রীকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন ক্যান্সার আক্রান্ত রিয়েল এস্টেট ব্য়বসায়ী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশনে। কুলদীপ ত্যাগী নামে ওই রিয়েল এস্টেট ব্যবসায়ী নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই প্রথমে স্ত্রীকে গুলি করে খুন করেন। তারপর নিজেও ওই একই বন্দুকের গুলিতে আত্মঘাতী হন।
কুলদীপ ত্যাগী (৪৬) নামে ওই রিয়েল এস্টেট ব্যবসায়ী একটি সুইসাইড নোটও লিখে রেখে গিয়েছেন। যেখানে তিনি লিখেছেন যে, তাঁর ক্যান্সার ধরা পড়েছে। আর তিনি চান না তাঁর চিকিৎসার জন্য অর্থ অপচয় হোক। কারণ ক্যান্সারের নিরাময়, মারণরোগ থেকে আরোগ্য অনিশ্চিত। নোটে তিনি আরও লিখেছেন যে, তিনি তাঁর স্ত্রী অংশু ত্যাগীকে খুন করেছেন। কারণ তাঁরা একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। লিখেছেন, “আমি ক্যান্সারে ভুগছি এবং আমার পরিবার এ বিষয়ে অবগত নয়। আমি চাই না যে আমার চিকিৎসার জন্য অর্থ অপচয় হোক কারণ বেঁচে থাকা অনিশ্চিত। আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছি কারণ আমরা চিরকাল একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। এটা আমার সিদ্ধান্ত। কেউ, বিশেষ করে আমার সন্তানরা এর জন্য দায়ি নয়।”
দম্পতির দুই ছেলে রয়েছে। রয়েছেন কুলদীপের অবসরপ্রাপ্ত পুলিসকর্মী বাবা। পুলিস জানিয়েছে, বুধবার রাজ নগর এক্সটেনশনের রাধা কুঞ্জ সোসাইটিতে নিজের বাড়িতেই কুলদীপ তাঁর স্ত্রীকে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার দিয়ে গুলি করে খুন করেন। তারপর নিজের উপরও গুলি চালান। ঘটনার সময় ছেলেরা বাড়িতেই ছিল। গুলির শব্দ শুনে তাঁরা বাবা-মায়ের ঘরে ছুটে যায়। দেখে, ঘরের মেঝেতে পড়ে কুলদীপের রক্তাক্ত দেহ। আর বিছানায় পড়ে অংশুর নিথর দেহ। পুলিস বন্দুকটি বাজেয়াপ্ত করেছে ও মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন, Ramkrishna Mission: ২৬ দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ স্বামীজিকে! আড়াই কোটি টাকা প্রতারণার শিকার রামকৃষ্ণ মিশন…
আরও পড়ুন, Andhra man killed pregnant wife: ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর! বাবা-মায়ের ঝগড়ায় পৃথিবীর আলো দেখা হল না সন্তানের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭