UP: যোগীরাজ্যে রোগীর পরিবর্তে ‘রিলস’-এ চোখ ডাক্তারের! চোখের সামনেই হৃদরোগে মৃত্যু প্রৌঢ়ার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে রোগীকে পরিষেবা দেওয়ার পরিবর্তে মোবাইল নিয়ে ব্যস্ত চিকিৎসক। ইমারজেন্সি ওয়ার্ডে রিলস-এ মজে ডাক্তার। চোখের সামনেই বিনা চিকিৎসায় হৃদরোগে মৃত্যু ৬০ বছরের প্রৌঢ়ার। হৃদরোগে আক্রান্ত প্রৌঢ়াকে দ্রুত হাসপাতালে নিয়ে এসে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না চিকিৎসকের গাফিলতিতে। 

অভিযোগ, প্রায় ১৫ মিনিট ধরে ইমারজেন্সি ওয়ার্ডের বেডে শুয়ে ছটফট করেন প্রৌঢ়া। কিন্তু তাঁকে দেখলেন-ই না ডিউটিরত চিকিৎসক। ওই বৃদ্ধাকে দেখার পরিবর্তে মোবাইলে রিলস দেখতে ব্যস্ত ছিলেন তিনি। ফলে বিনা চিকিৎসায় মৃত্যু ঘটে ওই প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলা হাসপাতালে। জানা গিয়েছে, প্রবেশ কুমারী নামে ওই রোগিনীকে মৈনপুরী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। স্ট্রেচারে শুইয়ে রোগীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

কিন্তু ভর্তির পর ১৫ মিনিট কেটে গেলেও তিনি কোনও চিকিৎসা পাননি। যদিও সামনে নার্স, ডাক্তার সকলেই বসে ছিলেন। ছটফট করতে করতে চোখের সামনে রোগীর মৃত্যু হয়। অথচ ডাক্তার তখন ব্যস্ত মোবাইলে রিলস দেখতে! মৃতার পরিবারের অভিযোগ, ডিউটিরত চিকিৎসক বসে বসেই নার্সদের কয়েকটি নির্দেশ দেন। কিন্তু তিনি নিজে উঠে গিয়ে একবারের জন্যও রোগীকে দেখেননি। এমনকি মায়ের শারীরিক অবস্থার অবনতি দেখে, ওই প্রৌঢ়ার ছেলে যখন ডাক্তারের কাছে যান, তখন তিনি তাঁকে চড় মারেন বলেও অভিযোগ।

ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। আর সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট গোটা ঘটনা। যেখানে দেখা যাচ্ছে, রোগী বেডে শুয়ে কাতরাচ্ছেন আর ডাক্তার চেয়ারে বসে মোবাইল ঘেঁটে চলেছেন। যোগীরাজ্যের হাসপাতালের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। স্বাস্থ্য দফতর গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন, Pune Shocker: শকিং! নালিশ করায় সহপাঠিনীকে ‘ধর্ষণ ও খুন’ করতে বন্ধুকে ‘সুপারি’ দশম শ্রেণির ছাত্রের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Source link