Union Budget Income Tax Announcement 2025: ১২ লাখ টাকা পর্যন্ত আয় করশূন্য! আয়করে বিশাল ছাড়ের ঘোষণা নির্মলার…

Income Tax New Regime In Budget 2025: বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা। আয়করে মধ্যবিত্ত বড় সুরাহা, বড় স্বস্তি দিলেন নির্মলা সীতারামণ। এবার বাজেটে আয়করে বিশাল ছাড়ের ঘোষণা নির্মলা সীতারামণের। ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে শূন্য আয়কর। ১২ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড়। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়।

বদলাচ্ছে পুরো আয়কর কাঠামো। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। পরের সপ্তাহে আসছে নতুন আয়কর বিল। নতুন এই করছাড় মিলবে নতুন করকাঠামোতে। পুরনো করকাঠামোতে নয়। বিশেষজ্ঞদের মতে, নতুন করকাঠামোয় মানুষকে আসতে উৎসাহিত করতেই এই বিশাল আয়কর ছাড়ের মোক্ষম চাল চেলেছেন নির্মলা। ১২ লাখ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ের পাশাপাশি থাকছে ৭৫ হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন। সবমিলিয়ে ১২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করশূন্য।

নতুন করের হার:

বার্ষিক ৪ লাখ টাকা আয়- ০%

বার্ষিক ৪ লাখ থেকে ৮ লাখ টাকা আয়ে- ৫% (মিলবে ছাড়)

বার্ষিক ৮ লাখ থেকে ১২ লাখ টাকা আয়ে- ১০% (মিলবে ছাড়)

বার্ষিক ১২ লাখ থেকে ১৬ লাখ টাকা আয়ে- ১৫%

বার্ষিক ১৬ লাখ থেকে ২০ লাখ টাকা আয়ে- ২০%

বার্ষিক ২০ লাখ থেকে ২৪ লাখ টাকা আয়ে- ২৫%

বার্ষিক ২৪ লাখ টাকার উপর আয়ে- ৩০%

আরও পড়ুন, Union Budget 2025: বাজেটে মাখানা-কটন উৎপাদনে জোর নির্মলার! ঘোষণা ধন ধান্য স্কিমের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link