জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় যে তুর্কিয়েকে (Turkey) বন্ধু ভাবত ভারত, সেই দেশটিই শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। প্রকাশ্যে সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তানের পাশে দাঁড়ানোই নয়, পাকিস্তানকে ‘চ্যারিটি’তে ড্রোনও দেয় তুর্কিয়ে। ‘বন্ধু’ তুর্কিয়ের মুখোশ খুলতেই দেশটির সঙ্গে সমস্তরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এবার সামনে এল ভারতের বিরুদ্ধে তুর্কিয়ের আরও বড় ষড়যন্ত্র!
পাকিস্তানের পাশাপাশি এবার বাংলাদেশেও নিজেদের প্রভাব বাড়াচ্ছে তুর্কিয়ে। শুধু তাই নয় ঢাকায় খোঁজ মিলেছে ‘সলতানাৎ-এ-বাংলা’ নামে তুর্কিয়ের পৃষ্ঠপোষকতায় চলা একটি NGO-র (Turkey backed Bangladesh NGO)। যা প্রকারান্তরে একটি কট্টরপন্থী সংগঠন-ই বলা চলে। সেই সংগঠন ঢাকা ও অন্যান্য শহরের পড়ুয়াদের মধ্যে বিতরণ করছে ‘গ্রেটার বাংলাদেশ’ ম্যাপ (Greater Bangladesh)। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেও সেঁটে দেওয়া হয়েছে এই ম্যাপ।
‘গ্রেটার বাংলাদেশ’ ম্যাপ
এই ‘গ্রেটার বাংলাদেশ’ ম্যাপে একদিকে যেমন বাংলাদেশের মধ্যে দেখানো হয়েছে মায়ানমারের আরাকান প্রদেশ। তেমনই ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ গোটা উত্তর-পূর্ব ভারতটাই ঢুকিয়ে নেওয়া হয়েছে ম্যাপে। যা রীতিমতো ভারতীয় গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উল্লেখ্য, এর আগেই সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তেই উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশ রাইফেলের (বর্তমান বিজিবি) প্রাক্তন কর্তা।
আরও পড়ুন, Pakistan used Shaheen missile against India: ভারতে পরমাণু হামলা ‘নীচ’ পাকিস্তানের? দিল্লি উড়িয়ে দিতে ছুড়েছিল মারাত্মক ‘শাহিন’ মিসাইল!
আরও পড়ুন, Bangladeshi Maulana Abdul Quddus Faruqi: WATCH | ‘আত্মঘাতী বাইক বোমারু পাঠিয়ে কলকাতা উড়িয়ে দেব…’ বাংলাদেশি মৌলবির বিস্ফোরক হুমকি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)