জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরলাম!’ বলছেন তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ (TMC leader Sagarika Ghose)। বুধবার দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার সময় শিলাবৃষ্টির মধ্যে পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী ফ্লাইট 6E-2142। ঝড়-শিলাবৃষ্টির মধ্যে বিমান পড়তেই শুরু হয় ‘টার্বুলেন্স’! বিমানের ভিতর তখন উথাল-পাথাল অবস্থা যাকে বলে! ভয়ে কান্নাকাটি জুড়ে দেয় বাচ্চারা। বড়রাও আতঙ্কিত হয়ে পড়েন। তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষের কথায়, ‘ যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরলাম!'(Near Death Experience)
“আমি ভেবেছিলাম আমার জীবন শেষ”
সাগরিকা ঘোষ বলেন, “আমি ভেবেছিলাম আমার জীবন শেষ। মৃত্যুর কাছাকাছি একটা অভিজ্ঞতা। যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরলাম! মানুষ ভয়ে, আতঙ্কে চিৎকার করছিল, প্রার্থনা করছিল! সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। এই পরিস্থিতির মধ্য দিয়েও যে পাইলট আমাদের এনেছেন, তাঁকে হ্যাটস অফ! আমরা যখন অবতরণ করলাম, তখন দেখলাম বিমানের সামনের অংশ উড়ে গিয়েছে।”
শ্রীনগরগামী ইন্ডিগো বিমানে ‘টার্বুলেন্স’
ইতিমধ্যেই ভাইরাল শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের সেই ‘টার্বুলেন্সে’র ভিডিয়ো। শিলাবৃষ্টির মধ্যে পড়ে পাইলট শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোলে (SXR ATC)জরুরি অবস্থার কথা ঘোষণা করেন। শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানের ২২৭ জন যাত্রীও নিরাপদে আছেন। তবে শিলাবৃষ্টির আঘাতে বিমানটির সামনের ‘নাক’ অংশটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে বেরিয়ে গিয়েছে সেই অংশটি! বিমানটিকে AOG বা এয়ারক্র্যাফট অন গ্রাউন্ড (Aircraft on Ground) ঘোষণা করা হয়েছে। দেখুন ‘টার্বুলেন্সে’র ভয়ংকর ভিডিয়ো-
কাশ্মীরে তৃণমূল প্রতিনিধি দল
উল্লেখ্য, সেই বিমানেই ছিল তৃণমূলের প্রতিনিধি দল। পহেলগাঁও এবং অপারেশন ‘সিন্দুর’ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতেই গতকাল শ্রীনগর পৌঁছন তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। সেই দলে আছেন, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, ডেরেক ও’ব্রায়েন, মানস ভুঁইঞা এবং নাদিমুল হক। শ্রীনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করে তৃণমূলের প্রতিনিধি দল। বৈঠকের পর সাগরিকা ঘোষ জানান, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পাশে আছে তৃণমূল।
ওমর আবদুল্লার পাশে তৃণমূল
বৈঠক শেষে সাগরিকা ঘোষ বলেন, “ওমর আবদুল্লা আমাদের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে বিশদে জানিয়েছেন। আমরা মনে করি, সন্ত্রাসবাদ রুখতে রাজ্যের হাতে আরও ক্ষমতা থাকা জরুরি। জম্মু-কাশ্মীরের স্টেটহুড ফেরানোর যে দাবি রয়েছে, তৃণমূল কংগ্রেস তার পূর্ণ সমর্থন করছে।” ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পাশাপাশি জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রতিনিধি দল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। ২৩ মে পর্যন্ত জম্মু-কাশ্মীরে থাকবে তৃণমূল প্রতিনিধি দল।
আরও পড়ুন, Maduri Gupta: ‘চার্মিং’ জামশেদকে মন দেওয়া-নেওয়া! প্রেমে পড়ে ‘পাকচর’ ৬১-র মাধুরী…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)