Tirupati laddoo Controversy |Supreme Court: 'রাজনীতির জন্য ভগবানের লাড্ডুকেও ছাড়ছেন না', সুপ্রিম-ভর্ৎসনার মুখে মুখ্যমন্ত্রী!

Tirupati laddoo Controversy |Supreme Court: মারাত্মক অভিযোগ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দিন কয়েক আগেই পূর্ববর্তী ওয়াইএসআর কংগ্রেসকে নিশানা করে চন্দ্রবাবু বলেন, আগের সরকারের আমলে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হত অত্যন্ত নিম্মামনের উপকরণ দিয়ে। শুধু তাই নয়,  লাড্ডুতে মেশানো হতে পশুর চর্বি! বস্তুত, সেই লাড্ডুর ল্যাব রিপোর্টে স্ক্রিনশট দাবি করে একটি ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। রিপোর্টে উল্লেখ, স্রেফ গরুর চর্বি, মাছের তেল, তিরুপতি লাড্ডুতে পাওয়া গিয়েছে পাম তেলও।

Source link