Thunderstorm in Bangladesh: একসঙ্গেই হাত ধরে হাসতে হাসতে যাচ্ছিল স্কুলে, বাজ পড়ে শেষ তিন ছাত্রীর স্বপ্ন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরীক্ষা দিতে স্কুল যাওয়ার সময় বজ্রপাতে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পাকুন্দিয়ার চরটেকী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রীরা হল উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম (১৪) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার (১৫)। তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন: India Pakistan Tension: এই সপ্তাহেই ঘরে ঢুকে মারবে ভারত! সেনাবাহিনীকে ডেকে শেষ বার্তা পাক-প্রতিরক্ষামন্ত্রীর…

চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক জানান, আজ স্কুলে বাংলা পরীক্ষায় দিতে ওই তিন ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। পথে বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাতের কবলে পড়ে তাঁরা। বজ্রপাতে ঘটনাস্থলেই ফারিয়া ও আদ্রিতা মারা যায়। আর গুরুতর আহত হয় হিমা। পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হিমারও মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে–আলম খান বলেন, ফারিয়া ও আদ্রিতাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এ সময় আহত অবস্থায় হিমাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: Pakistan Sena on War mode: আটার কিলো ১০০ টাকা! যুদ্ধ বাঁধলে খাবে কী? ভয়ে এখনই গম মজুত করছে পাকিস্তান…

তিন ছাত্রীর এমন মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সত্‍কারের জন্য নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link