Telangana Student: মাত্র ১মিনিট দেরিতে পৌঁছনোয় পরীক্ষা দিতে ‘না’, চরম পদক্ষেপ নিল ১২ ক্লাসের পড়ুয়া!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্লাস ১২-এর পড়ুয়ার যে এমন পরিণতি হবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। মাত্র ১ মিনিট দেরিতে পরীক্ষা হলে পৌঁছেছিল ছাত্রটি। কিন্তু তবু তার পরীক্ষা দেওয়া হল না। তার কিছু ঘণ্টা পরেই ড্যামের ধারে উদ্ধার হল মৃতদেহ। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। মৃতদেহের পাশ থেকেই মেলে সুইসাইড নোট। 

আরও পড়ুন, PM Modi: ১ কোটি বাড়িতে নিখরচায় বিদ্যুতের ব্যবস্থা করবেন মোদী, পরিবার প্রতি দেওয়া হবে ৭৮ হাজার টাকা!

সাতনালা বাঁধ থেকে উদ্ধার করা হয়েছে টেকুম শিব কুমারের দেহ। যেখান থেকে ঝাঁপ দিয়েছে তার কাছে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। তার ঘড়ি, মানিব্যাগ ও অন্যান্য জিনিস মিলেছে ঘটনাস্থল থেকে। ওয়ালেটে তার বাবার দুটো ছবিও ছিল। তেলুগু ভাষায় সেই চিঠিতে লেখা, ‘আমি দুঃখিত, বাবা, ক্ষমা করে দিও।’ এই ঘটনা সহ্য করতে পারছি না। তুমি আমার জন্য অনেক করেছ, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারব না। এত খারাপ আগে কখনও লাগেনি। প্রথমবার পরীক্ষা দিতে পারলাম না। জঘন্য মনে হচ্ছে।’

ড্যাম থেকে পড়ুয়ার দেহ উদ্ধারের সময় সেখানেই ছিলেন পরিবারের লোকেরা। তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তেলেঙ্গানা রাজ্য শিক্ষা পর্ষদের প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী বুধবার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। রাজ্য বোর্ড কর্তৃক নির্ধারিত পরীক্ষার কঠোর নিয়মগুলিকে চ্যালেঞ্জ করে আদালতেও যাওয়া হয়েছে। এই নিয়মে বলা হয়েছে, ১ মিনিট দেরি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছলেও কোনও পড়ুয়াকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। যার ফলে পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ছাত্রকে বাইরে কাঁদতে দেখা যায় এবং পরীক্ষার্থীদের ভিতরে ঢুকতে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

যদিও সিনিয়র আধিকারিকের বক্তব্য, পরীক্ষা কেন্দ্রে আসেননি শিব কুমার। তেলেঙ্গানা স্টেট বোর্ড অফ ইন্টারমিডিয়েট পরীক্ষার ভাইস-চেয়ার বুররা ভেঙ্কটেশাম বলেন, পরীক্ষা শুরু হওয়ার ৫মিনিট পর পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজেও ওই যুবককে দেখা যায়নি। জেলা শিক্ষা দফতর ও পুলিস সূত্রে এ তথ্য জানা গিয়েছে। 

আরও পড়ুন, Telangana: কাঁধে করেই ছুটলেন ২ কিমি! কৃষকের জীবন বাঁচিয়ে ‘হিরো’ এই পুলিসকর্মী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link