Tamilnadu: স্কুল ছাত্রীকে ৩ ‘বর্বর’ শিক্ষকের পালাক্রমে ধর্ষণ! চাঞ্চল্যকর ঘটনা তামিলনাড়ুতে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরেই স্কুলে আসছিল না ছাত্রী। তাই নিজেই খোঁজ নিতে ছাত্রীর বাড়ি পৌঁছে গেলেন প্রধান শিক্ষিকা। বাড়ি পৌঁছে স্কুলে না যাওয়ার কারণ জানতে পেরে আঁতকে উঠলেন তিনি। অভিযোগ সরকারি স্কুলের তিন শিক্ষক পালাক্রমে তাকে ধর্ষণ করেছে। ইতিমধ্যে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ১৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তাঁরা। তামিলনাড়ুর এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুন: মোদীর ‘পরীক্ষা পে চর্চা’-তে চাঁদের হাট! থাকছেন পাদুকন থেকে সদগুরু সকলেই…

ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। সেই স্কুলেই তিন শিক্ষক ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণ করেছেন। পাশাপাশি হুমকিও দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই পুলিসকে সমস্ত বিষয় জানানো হয়েছে। পকসো আইনের মামলা দায়ের করা হয়েছে। এবং তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা জানিয়েছেন, ‘একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকেই তার মেয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিল। তার আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ছিল। অসুস্থ বোধ করত মাঝেমধ্যেই। বাড়িতে এই ঘটনার কথা ভয়ে কাউকে বলতে পারেনি সে। স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল।’ 

আরও পড়ুন: ৭.৮ কোটির রাশি রাশি সোনার কয়েন! ওজন করতে হল ২ বারে! উদ্ধার বিমানবন্দরে…

কেন স্কুল যাচ্ছে না বা যেতে চাইছে না, সেই কারণ জিজ্ঞাসা করলে সে ভয়ে জড়সড় হয়ে থাকত। ধীরে ধীরে বিষয়টি প্রকাশ্যে আসে। ছাত্রীর মায়ের দাবি, তার মেয়ে কেন এই ধরনের আচরণ করছে, নানাভাবে কারণ খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে ছাত্রী তার মাকে ঘটনাটি জানায়। ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে গিয়ে অভিভাবকরা গতকাল বুধবার বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link