Supreme Court | R G Kar case: সঞ্জয়ের ফাঁসি চেয়ে নির্যাতিতার পরিবারের ‘সুপ্রিম’ আর্জি, শুনানি পিছল এক সপ্তাহ!

রাজীব চক্রবর্তী: বিচারে খুশি নয় নির্যাতিতার পরিবার। সঞ্জয়ের ফাঁসি চেয়ে সুপ্রিম-আর্জি। আজ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ। কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। নিহতের পরিবারের দায়ের করা আবেদনের শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। আগামী বুধবার, ২৯ জুন পরবর্তী শুনানি। 

আগামী বুধবার ২৯ জুন দুপুর ২টোয় হবে পরবর্তী শুনানি। এরমধ্যে সব পক্ষকে নোটিস করা হচ্ছে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হয়। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরজি কর মামলার শেষ শুনানি হয় সুপ্রিম কোর্টে। শেষ শুনানিতে সিবিআই তাদের সপ্তম স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে তারা জানায় যে আরজি কর মামলায় তিন দিক থেকে তদন্ত করছে তারা। মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয় জুন মাসের তৃতীয় সপ্তাহে। 

কিন্তু এর মধ্যেই শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আর তারপর-ই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবার। এদিন নির্যাতিতার পরিবারের তরফ থেকে আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে মামলার উল্লেখ করেন। দুপুর ২টোর পর মামলা শুনানির আর্জি জানান। 

প্রধান বিচারপতি জানান, সব পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলে দুটোয় শুনানি হবে। আর সব পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকলে আগামী সপ্তাহে শুনানি হবে। পরবর্তীতে মামলার ক্রমিক নাম্বার পরে থাকায়, শুনানির দিন পিছিয়ে আগামী বুধবার ধার্য হয়। আর এরমধ্যে সব পক্ষকে নোটিস দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন, R G Kar Case | Calcutta High Court: রাজ্যের ‘সঞ্জয়ের ফাঁসি চাই’ কি গ্রহণযোগ্য? ‘বড়সড়’ প্রশ্ন তুলে দিল হাইকোর্ট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link