Supreme Court: মাতৃত্ব চাপিয়ে দেওয়া যায় না, ধর্ষণে ২৭ সপ্তাহেও গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ধর্ষণ মামলার শুনানিতে বেনজির রায় দিল সুপ্রিম কোর্ট। ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। গর্ভপাতের অনুমতির জন্য দায়ের করে পিটিশন করেছিল গুজরাক হাইকোর্টে। যা প্রত্যাখ্যান করেছিল হাইকোর্ট। শীর্ষ আদালত ইতিমধ্যেই ওই মহিলার আবেদন গ্রহণ করার পর গুজরাত হাইকোর্টকে ভৎর্সনাও করে। সুপ্রিম কোর্ট বলে, এটি সাংবিধানিক দর্শনের পরিপন্থী। 

আরও পড়ুন, Madhya Pradesh News: বাড়ির পোষ্যকে মারতে বাধা, স্ত্রী-সন্তানদের তলোয়ার দিয়ে কুপিয়ে খুন বাড়ির কর্তার

সুপ্রিম কোর্টের মন্তব্য, “মাতৃত্ব চাপিয়ে দেওয়া যায় না। কীভাবে আপনি একটি অন্যায্য শর্ত চিরস্থায়ী করতে পারেন এবং ধর্ষিতাকে গর্ভধারণ করতে বাধ্য করতে পারেন?” সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের পাল্টা বিস্ফোরণকে সাধুবাদ জানিয়ে এক আধিকারিক বলেন, ‘গুজরাত হাইকোর্টে কী হচ্ছে? বিচারকরা কি উর্ধ্বতন আদালতের আদেশের এভাবে উত্তর দেন? আমরা এসবের কদর করি না। কোনও আদালতের মাননীয় বিচারককে তাদের আদেশের যৌক্তিকতা প্রমাণ করার প্রয়োজন নেই।’

আদালতে পেশ করা মেডিক্যাল রিপোর্টে বলা হয়, এ পর্যায়ে কোনও মহিলার গর্ভধারণ নিরাপদে শেষ করা যায়। এই বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে, ভ্রূণ বেঁচে থাকলে, ইনকিউবেশনে রেখে শিশুটিকে বাঁচানোর বিষয়টি নিশ্চিত করবে হাসপাতাল। আইন অনুযায়ী শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সরকারের হবে বলেও আদালত স্পষ্ট করেছে।

আরও পড়ুন, Onion Price: মাত্র ২৫ টাকা কেজি, আগামিকাল থেকে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করছে সরকার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link