জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ট্যাংরা কাণ্ডের ছায়া। তবে এবার দিল্লিতে। আর্থিক অনটনের কারণে দুই মাসের ভাড়া বাকি পড়েছিল। বহু চেষ্টা করেও দিতে না পারেনি সেটা। এরপরই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে এই পরিবার। দক্ষিণ-পূর্ব দিল্লির বদরপুরে বছর ৪২-এর এক মহিলা, তাঁর আট এবং ১৮ বছর বয়সী দুই মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিস সূত্রে খবর।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
বুধবার বদরপুরের মোলারবন্দ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে পুলিসকে ফোন করা হয়। পুলিস যখন বাড়িতে পৌঁছয়, তখন দেখতে পায় যে ঘরে মহিলা এবং তার দুই মেয়ের মৃতদেহ পরে আছে। প্রত্যেকের মুখ দেখেই গ্যাঁজলা বেরোচ্ছে। এমনকী মৃতদেহগুলিও প্রায় পচে গিয়েছে। সে কারণে এত দুর্গন্ধ।পুলিসের সন্দেহ, পূজা নামে পরিচিত ওই মহিলা এবং তার দুই মেয়ে চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন।
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পূজা এবং তার মেয়েরা কোনও বিষাক্ত জিনিস খেয়েছিল। “গত দুই মাস ধরে ভাড়া না দেওয়ায় আর্থিক অনটনের কারণে এই চরম পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে।” কিছুদিন আগেই প্রতিবেশীদের মহিলার বড় মেয়ে বলে, তাদের বাবা নেই। যদিও আর্থিক অনটনের বিষয়ে কোনও কথা তারা জানেন না।
(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)
আরও পড়ুন, Scientist died | Neighbour Assaults | সামান্য গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা, দম্পতির পিটুনিতে নিভল তরুণ বিজ্ঞানীর স্বপ্ন!
আরও পড়ুন, Snake in AC: বহুদিন পর এবার AC চলবে? আগে ঢাকনা খুলে দেখে নিন, কারণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)