রাজীব চক্রবর্তী: SSC চাকরি বাতিল মামলা নয়া মোড়। Rank জাম্প করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই ‘অযোগ্য’ বলে গণ্য হবেন, ,স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ, Rank জাম্পে চাকরিহারা পরীক্ষায়ও বসার সুযোগ পাবেন না।
আরও পড়ুন: Jyoti Malhotra: ভারতীয় হিন্দু থেকে দেশভাগ! ‘গোপন’ ডায়েরিতে পাকিস্তান নিয়ে ‘ISI-চর’ জ্যোতি লিখেছেন…
কে যোগ্য? কে-ইবা অযোগ্য? নির্ধারণ করা যায়নি। এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষকরাই যে শুধু চাকরি হারিয়েছেন, তা কিন্তু নয়। রেহাই পাননি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। সবমিলিয়ে সংখ্যাটা প্রায় ২৬ হাজার। আবার মেধাতালিকায় Rank জাম্প করে চাকরি পেয়েছিলেন, তাঁরাও এখন চাকরিহারা। ৬ মাসের মধ্যে রাজ্য সরকারকে ফের নতুন করে নিয়োগ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। Rank জাম্প করে যাঁরা চাকরি পেয়েছেন, ফের পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: 8th Pay Commission: অষ্টম পে কমিশনে হাতে ‘লটারি’! বেতন বাড়তে পারে ৪০ হাজার থেকে ১ লাখ…
এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা প্রমাণিত দুর্নীতিগ্রস্ত নন, সেইসব শিক্ষকদের চাকরি করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু গ্রুপ ডি ও গ্রুপ ডি পদে চাকরিহারাদের সম্পর্কে কিছু বলেনি শীর্ষ আদালত। ফলে তাঁরা যে আর বেতন পাবেন না, তা আদালতের রায়েই স্পষ্ট। এই পরিস্থিতিতে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি-র কর্মীদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জাানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ শ্রম দফতরের অধীনে পশ্চিমবঙ্গ জীবিকা এবং সামাজিক নিরাপত্তা অন্তর্বর্তী প্রকল্পে গ্রুপ সি ও গ্রু ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে মাসে, যতক্ষণ পর্যন্ত কোনও সিদ্ধান্ত না হচ্ছে, গ্রুপ সি ২৫ হাজার, গ্রুপ ডি ২০ হাজার করে অনুদান দেওয়া হবে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)