Sheikh Hasina: শেখ হাসিনার বিরুদ্ধে জারি ইন্টারপোলের রেড নোটিস! এবার কি দিল্লি ছাড়তে হবে মুজিবকন্যাকে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে শ’খানেক মামলা হয়েছে। তার মধ্যে রয়েছে বহু খুনের মামলা। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির তোড়জোড়ও শুরু হয়েছিল। এবার তা নিয়ে ফের বিভ্রান্তি ছড়াল।

আরও পড়ুন-মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার রহস্যমৃত্যু! পুলিসের জালে বান্ধবী-সহ ২…

রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হয়েছে। তবে পরে তিনি বলেন, এ সম্পর্কে তথ্য দিতে পারে বাংলাদেশ পুলিসের শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে যে নির্ধারিত ফর্ম আছে তা পূরণ করে একটি চিঠির মাধ্যমে ফরওয়ার্ডিং করে এনসিবি’র কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩ মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হলে মূল বিচার প্রক্রিয়া শুরু হবে।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিসের শাখা এনসিবি ইন্টারপোলের সব ব্যাপার দেখাশোনা করে। ১৩ নভেম্বর চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে যে নির্ধারিত ফর্ম আছে তা পূরণ করে একটি চিঠির মাধ্যমে ফরওয়ার্ডিং করে পুলিশের এই এনসিবি সংস্থার কাছে পাঠিয়েছি। শেখ হাসিনা বিরুদ্ধে রেড নোটিশ জারির বাকি কাজ করার দায়িত্ব এনসিবি’র। সুতরাং ইন্টরপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটি জারি হয়েছে কিনা, এটা বলার দায়িত্ব এনসিবির। রেড নোটিশ জারির খবর আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যে, তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টার পোলের ওয়েব সাইটে এটা আছে কিনা। এবিষয়ে পরবর্তীতে যদি কোন কিছু জানতে পারি তাহলে আমরা জানিয়ে দিব।

হাসিনাকে ভারত ফেরত নিয়ে যাওয়া নিয়ে চিফ প্রসিকিউট বলেন, এটা রাষ্ট্রের বিষয়। ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তির অধীনে অপরাধীদের দেশে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত রাষ্ট্রের নিতে হবে। সরকারের কাছে আমরা তথ্য পাঠিয়েছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন। এটা আমাদের জানা নেই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link