Sheikh Hasina: রেড কর্নার নোটিস জারি করে গ্রেফতার করা হোক হাসিনাকে, আন্তর্জাতিক আদালতে ইউনূস প্রশাসন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা হবে। এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা ড. আসিফ নজরুল। এবার হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেফতারে রেড কর্নার নোটিস জারি করতে আইজিকে চিঠি পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আরও পড়ুন-লাইনে বসে আড্ডা মারাই হল কাল! চলন্ত ট্রেনের নীচে কাটা চার…

গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করার জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পলাতকরা পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে গণহত্যা ও অন্যান্য অপরাধের মামলায় শেখ হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তাঁর বোন রেহানা, হাসিনার মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলকরা।

ইন্টারপোলের নোটিস জারি করার অর্থ ইন্টারপোলের যেসব দেশ সদস্য তারা অভিযুক্ত ব্যক্তিকে ধরতে তল্লাশি চালাবে এবং ধরে এনে তার দেশের হাতে তুলে দেয়। রেড কর্নার নোটিসের অর্থ কাউকে গ্রেফতার করার অনুরোধ। শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৮টি খুনের মামলা রয়েছে। ইতিমধ্যেই হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

Source link