School Fire| Children Burnt to Death: এক লহমায় শেষ সবটা, স্কুলে বিধ্বংসী আগুন! জ্বলে-পুড়ে ১৭ শিশু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর কাণ্ড যে হতে চলেছে এদিন স্কুলে আসার আগেও জানত না কেউ। পাশের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে এক লহমায় শেষ সবটা। চিত্‍কার, হাহাকারে ভরেছে চারিদিক। একসঙ্গে অগ্নিদগ্ধ প্রায় ১৭ জন পড়ুয়া। উত্তর নাইজেরিয়ার একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আগুন ছড়িয়ে পড়ার সময় শিশুরা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

আরও পড়ুন, Bangladesh: ‘বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী হাসিনার উস্কানিই’! বিস্ফোরক ডা. শফিকুর রহমান…

ঘটনায় আরও বেশ কয়েকজন ছাত্র আহত। তাদের চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে সে দেশের পুলিস। পুলিসের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার বলেছেন, বুধবার বিকেলে মৃত শিশুদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বিবিসি হাউসাকে বলেন, স্কুলের জায়গার কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, “যদি দমকলকর্মীরা সময়মতো চলেও আসত, তবুও বাড়ির দিকে যাওয়ার রাস্তা সরু হওয়ায় বাড়িতে পৌঁছনো কঠিন ছিল।” প্রসঙ্গত, স্কুলটিতে প্রায় ১০০ জন পড়ুয়া ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা।

আরও পড়ুন, Bangladesh: চরম বিস্ময়ে সাক্ষী থাকলো গোটা ঢাকা! দাউ দাউ করে জ্বলছে হাসিনার বাড়ি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link