জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজোর পর এবার সরস্বতী। বাংলাদেশে ভাঙা হল সরস্বতী প্রতিমা। ফরিদপুরের ওই ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে। সে আগেও এরকম কাণ্ড করেছিল বলে পুলিস সূত্রে খবর। এলাকাবাসীরাই ধরে ওই যুবককে পুলিসের হাতে তুলে দেয়। শুক্রবার রাত ১১টায় ফরিদপুরের ভাটিলক্ষীপুর এলাকার কালী মন্দিরে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান।
আরও পড়ুন-ভয়ংকর অবস্থা! ফিরতে পারব ভাবিনি, কুম্ভ থেকে ফিরে শিউরে ওঠার মতো কথা শোনালেন ৫ বন্ধু
পুলিস সূত্রে খবর, আটক মিরাজউদ্দীন (৩০) নামে ওই যুবকের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজেদপুর গ্রামে। সে ফরিদপুর শহরে ইজিবাইক চালায়। শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকে। মন্দিরের সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে রাতে এক ব্যক্তি মন্দিরের সামনে ইজিবাইক রেখে মন্দিরের বারান্দায় ঢুকে বানিয়ে রাখা সরস্বতী প্রতিমা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে প্রতিমাটি ভেঙে যায়।
মন্দির পরিচালন কমিটির সদস্য রামচন্দ্র মালো বলেন, মন্দিরটির বারান্দা প্রায় ৪ ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা এবং সামনে রডের তৈরি মূল ফটক। তবে মন্দিরের একপাশের কিছু অংশে ইটের গাঁথুনি না থাকায় সহজেই যে কেউ মন্দিরের বারান্দায় প্রবেশ করতে পারে।
মন্দির কমিটির ওই সদস্য আরও অভিযোগ করেন, এই একই লোক গত বছরের ৭ ফেব্রুয়ারি ফরিদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন মন্দিরের সরস্বতী প্রতিমা ভেঙেছিল। তখন তাকে ‘পাগল’ বলে ছেড়ে দেওয়া হয়েছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে পরে রাত সাড়ে ১২টার দিকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসে পুলিস হেফাজতে রাখা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিস সুপার (ক্রাইম) শৈলেন চাকমা বলেন, এ ঘটনায় মন্দির কমিটির একজন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)