জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খান হামলায় গ্রেফতার এক বাংলাদেশি। বলি তারকার উপর হামলার তিনদিন পর গত রবিবার ভোরে, মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়েছিল সরিফুলকে। ধৃত হামলাকারী মহম্মদ সরিফুল আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেই জানা যাচ্ছে। ঘটনার ৫-৬ মাস আগেই সে মুম্বইতে চলে এসেছিল। যদিও সরিফুল নিজেকে বিজয় দাস নামেই পরিচয় দিয়েছিল বলে জানায় পুলিস।
সিসিটিভি ক্যামেরায় সরিফুলের ছবি ধরা পড়ে যাওয়ায় পুলিস তাকে চিনে ফেলে। সরিফুলকে ধরার জন্য পুলিস ৩০টি তদন্তকারী দল গঠন করে। ধৃত সরিফুল বান্দ্রা থেকে প্রথমে দাদার আসে, সেখান থেকে ওয়ারলি হয়ে আন্ধেরিতে যায়। এভাবেই সে পুলিসের সঙ্গে লুকোচুরি খেলছিল। শেষপর্যন্ত যদিও পুলিসের জালে সে ধরা পড়ে যায়। তাকে থানে এলাকার একটি নির্জন রাস্তার পাশ থেকে হেফাজতে নেয় পুলিস।
আরও পড়ুন- আগেও দিয়েছেন ফাঁসির সাজা, আরজি কর-কাণ্ডে ব্যতিক্রম! বিচারক অনির্বাণ দাসকে চিনুন…
সইফের বাড়িতে হামলার পর থেকেই পলাতক ছিল সরিফুল। পুলিসের এক কর্তা জানান, সরিফুল আটতলা বা ন’তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠে, তারপর নালা বেয়ে ১২ তলায় উঠে আসে, এরপর শৌচাগারের জানালা দিয়ে অভিনেতার ফ্ল্যাটে ঢুকে পরে। পুলিশের অনুমান, তিনি হাই-প্রোফাইল বিল্ডিং-এর নিরাপত্তা পেরিয়ে পাশের এক বাড়ির দেওয়াল বেয়ে এসে পিছনের সিঁড়িতে লুকিয়েছিল।
সরিফুল জানিয়েছে, ঘটনার রাতে সে দু’টো নাগাদ সইফের বাড়িতে ঢোকে। তবে সে জানত না যে, ওটা অভিনেতার আরেকটি ঘর। প্রথমে সে ঢুকে পড়েছিল সইফের ছেলে জাহাঙ্গিরের ঘরে। আর সেখানেই সইফের উপর ছুরি নিয়ে হামলা করে। সরিফুলকে ৫ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে। হামলাকারীর আইনজীবী বলছেন, ধৃত হামলাকারী মহম্মদ সরিফুল নির্দেষ, তাঁকে ফাঁসানো হচ্ছে। সইফের উপর হামলার পিছনে কোনও সেলিব্রিটি জড়িত আছে! তিনি আরও জানান, সরিফুল যে বাংলাদেশি নাগরিক তাঁর কোনও নথিও পাওয়া যায়নি। কিন্তু সরিফুল নিজেই পুলিসের কাছে স্বীকার করেছে যে, সে সইফের হামলাকারী!
আরও পড়ুন- তরুণ ক্রিকেটারের রহস্যমৃত্যু! এসএসকেএমের সামনে বিক্ষোভ পরিবারের…
লীলাবতী হাসপাতালে সইফের অস্ত্রোপচার করা হয়েছে এবং তাঁর পিঠ থেকে আড়াই ইঞ্চির ভাঙা ছুরির টুকরো বার করা হয়েছে। অভিনেতাকে এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)