RBI Governor hospitalised: অসুস্থ RBI গভর্নর, বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। বুকে হঠাৎ ব্যাথা অনুভব হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। সূত্রের খবর, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তবে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন শক্তিকান্ত দাস। হাসপাতালের তরফে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আরবিআইয়ের এক মুখপাত্র জানান, তিনি এখন ভালো আছেন। চিন্তার কোন কারণ নেই। 

আরও পড়ুন, Constitution Day: বক্তা তালিকায় রাখতে হবে রাহুল গান্ধীর নাম! প্রধানমন্ত্রীও বলবেন না, পাল্টা কেন্দ্র

এক বিবৃতিতে জানানো হয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস অ্যাসিডিটি অনুভব করেছিলেন এবং তাকে পর্যবেক্ষণের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন ভালো আছেন এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। চিন্তার কোন কারণ নেই। 

আরও পড়ুন, New Pan Card: হয়ে গেল বড় ঘোষণা! বদলে ফেলতে হবে প্যান কার্ড, নতুন কী থাকছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link