জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনের অন্যতম বৃহৎ রেস্তোরাঁ চেইন হাইডিলাও (Haidilao), সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে এই রেস্তোরাঁর চেইন। চিনের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে আউটলেট (Outlet) খুলেছে। নানা ধরনের সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁতে চিনে ঘুরতে আসা মানুষজন ভিড় করে। সাংহাইয়ের (Sanghai)এই ইটারিতে(Eatery) সারা বছর কাস্টমারের ভিড় থাকে উপচে পড়ার মতো।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এই রেস্তোরাঁ এবার খবরের শিরোনামে। কারণ ‘পেচ্ছাপ (Peeing)।’ রেস্তোরাঁর স্যুপের (Broth)পাত্রে এক গ্রাহকের প্রস্রাব করার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাজার হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দোকানটি। যদিও মুত্র মেশানো স্যুপ খাবার পর এই ক্ষতিপূরণ পেলেও, গ্রাহকরা যে বিশেষ খুশি হচ্ছেনা তা বোঝাই যাচ্ছে। গত মাসে তোলা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে সাংহাইয়ের হাইডিলাও আউটলেটে একজন ব্যক্তি টেবিলের উপর দাঁড়িয়ে ফুটন্ত ব্রথের (Broth) পাত্রে প্রস্রাব করছেন। এই জঘন্য কাজের সঙ্গে আরও একজন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: সামান্য গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা, দম্পতির পিটুনিতে নিভল তরুণ বিজ্ঞানীর স্বপ্ন!
হাইডিলিয়াও কর্তৃপক্ষ এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ২৪শে ফেব্রুয়ারি ভোরে, এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: আশিতে ফের বিয়ে করতে চান বৃদ্ধ! ছেলে আপত্তি করায় একগুলিতে সাবাড়…
রেঁস্তোরার সদস্যরা জানিয়েছেন যে ২৪ ফেব্রুয়ারী থেকে ৮মার্চের মধ্যে ৪,১০০টি অর্ডারের যে কোনো গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়া হবে, অথবা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। সাংহাই পুলিশ জানিয়েছে যে, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করা হয়েছে।
প্রস্রাবের ভিডিও নিয়ে ক্ষোভের মধ্যে, চিনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর হাইডিলাওকে কাঠগড়ায় তুলেছেন।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, চিনের বেশ কিছু রেস্তোরাঁর পচা খাবারের খবর প্রকাশ্যে আসার পর,চিনের নিম্নমানের স্বাস্থবিধি প্রকট হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)