Pakistan Unrest: উত্তপ্ত পাকিস্তান! স্তব্ধ জনজীবন, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১০…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের কুররাম জেলায় সাম্প্রদায়িক অশান্তিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে । আহত হয়েছে ১৫২ জন। গত আটদিনের বেশি সময় ধরে সেখানে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও এরই মধ্যে দুই পক্ষ সংঘর্ষ এড়াতে চুক্তি করেছে। তবে কোনোভাবেই হিংসা থামছে না।

আরও পড়ুন- Jalpaiguri: ভিন রাজ্যের কে বসেছে বাজারে? খুঁজতে চাকু হাতে বেরলেন পুরসভার ভাইস চেয়ারম্যান…

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পেশোয়ার-পারাচিনার প্রধান মহাসড়ক টানা অষ্টম দিনের জন্য বন্ধ রয়েছে। এতে ব্যহত হচ্ছে দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কার্যক্রম। তাছাড়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

আরও পড়ুন-ISKCON Bangladesh | Chinmoy Das Arrest: চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল দেশ! এরই মাঝে বড় ঘোষণা ইস্কনের…

মূলত শিয়া মুসলিমদের একটি গাড়ী বহরে এক বন্দুকধারীর হামলার পর ঝামেলা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার পর শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটছে। কুররাম এলাকাটির সঙ্গে আফগানিস্তানের কয়েকটি প্রদেশের সীমান্ত আছে। আফগানিস্তানের ওই এলাকাতেও শিয়া বিরোধী বিভিন্ন গোষ্ঠী সক্রিয় আছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link