Pakistan Train Hijack Update: জঙ্গিদের হাতে খুন ২১৪ জন বন্দি! চাঞ্চল্যকর দাবি বালোচদের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মাসেই ভয়ংকর কাণ্ড ঘটে যায় পাকিস্তানে। বালোচিস্তানে যাত্রীবাহী আস্ত একটি ট্রেন হাইজ্যাক করেছিল বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। বোলানে জাফর এক্সপ্রেসের দখল নিয়েছিল বালোচ জঙ্গিরা। পণবন্দি ১২০ জন যাত্রী। জঙ্গিদের হুঁশিয়ারি, কোনও রকম সেনা অভিযান হলে পণবন্দি যাত্রীদের মেরে ফেলা হবে। এবার কি সেই পথে হাঁটতে শুরু করল তারা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

যদিও ঘটনার পর থেকেই অভিযানে নামে পাক-সেনা। সূত্র অনুযায়ী, ট্রেনের ৯ বগিতে রয়েছেন কমপক্ষে ৪০০ যাত্রী। তাঁরা সকলেই পাকিস্তানের সেনা, পুলিস ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। বলা হয়েছে, ‘পাকিস্তানের কাছে ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে যদি বন্দি বিনিময়ের জন্য় পদক্ষেপ না করা হয়, তাহলে প্রতি ঘণ্টায় বালোচ জাতীয় আদালতে পণবন্দীদের বিচার করা হবে এবং সেইমতো তাঁদের হত্য়া করা হবে’।

আরও পড়ুন: গণনার শিকড় লুকিয়ে ভারতে! ‘নয়া নস্ত্রাদামুস’-এর ভয় ধরানো বহু ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই সত্যি…

যদিও এবার বালোচ লিবারেশন আর্মির দাবি ২১৪ জন বন্দিকে হত্যা করা হয়েছে। এর আগে পাকিস্তান দাবি করেছিল যে তারা এই অভিযান শেষ করে দিয়েছে। তবে এবার স্বাধীনতাকামী বালোচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে দাবি করা হল, পাকিস্তানি সেনা ডাহা মিথ্যা বলছে। বিএলএ বিদ্রোহীরা জানিয়েছে, ট্রেন হাইজ্যাকে নিহত ২১৪ জনের সবাই পাকিস্তানি সেনা সদস্য।

বিএলএর মুখপাত্র বলেন, পাকিস্তান সরকার নাকি কথা বলতেই রাজি না। যদিও পাকিস্তান সরকার দাবি করে, সমস্ত রকম সংকট কেটে গিয়েছে। সমস্ত বন্দিদের নাকি ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু উলটো কথা বলছে বিএলএ। যেহেতু পাকিস্তান সরকার কোনরকম চিন্তা করছে না তাঁদের নিজেদের লোক নিয়ে তাই ২১৪ জন সৈনিকের আত্মত্যাগ দিয়ে এই ধরনের কাজের মুল্য দিতে হয়েছে।  

আরও পড়ুন: ডান হাতে বিশাল ক্ষত, দরজা দিয়ে ঢুকে ওষুধের দোকানের টেবিলে এসে বসল হনুমান…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link