জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর কাণ্ড পাকিস্তানে। বালোচিস্তানে যাত্রীবাহী আস্ত একটি ট্রেন হাইজ্যাক করল বালোচ লিবারেশন আর্মি(বিএলএ)। বোলানে জাফর এক্সপ্রেসের দখল নিল বালোচ জঙ্গিরা। ওই ঘটনায় এখনওপর্যন্ত ৬ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পণবন্দি করা হয়েছে ১২০ জন যাত্রীকে। জঙ্গিরা হুঁশিয়ারি দিয়েছে, কোনও রকম সেনা অভিযান হলে পণবন্দি যাত্রীদের মেরে ফেলা হবে।
আরও পড়ুন-এবার চাঁদেও মিলবে 4G নেটওয়ার্ক, কারা দিচ্ছে এই পরিষেবা?
বালোচ লিবারেশন আর্মির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনা করেই ট্রেন হাইজ্য়াক করা হয়েছে। আমাদের যোদ্ধারা রেল লাইন উড়িয়ে দিয়েছে। তার পরেই জাফর এক্সপ্রেসকে থামানো হয়েছে। খুব দ্রুত ট্রেনের দখল নিয়েছে যোদ্ধারা। ট্রেনের যাত্রীদের পণবন্দি করা হয়েছে। এখন কোনও সেনা অভিযানের চেষ্টা হলে তার জন্য তৈরি থাকতে হবে সরকারকে। সব যাত্রীদের হত্যা করা হবে। এর জন্য দায়ি থাকবে সেনা।
সংগঠনের তরফে জানানো হয়েছে ট্রেন হাইজ্যাক করেছে মাজিদ ব্রিগেড, এসটিওএস ও ফাতেহ স্কোয়াড। এখনওপর্যন্ত ৬ সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি কয়েকশো যাত্রী আমাদের হেফাজতে রয়েছেন। সংগঠনের মুখপাত্র জেয়ান্দ বালোচ বলেন, ট্রেন হাইজ্যাকের দায়িত্ব নিচ্ছে বিএলএ।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জাফর এক্সপ্রেসে ছিলেন কমপক্ষে ৪০০ যাত্রী। ট্রেনটি কোয়েটা থেকে যাচ্ছিল খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ার। ট্রেনের চালক গুলিবিদ্ধ বলে জানা যাচ্ছে। গুলি চালানোর খবরও পাওয়া যাচ্ছে। তবে যে জায়গায় ওই ঘটনা ঘটেছে সেখানে খুব ভালো টেলিফোনের সুবিধে নেই। পাহাড়ি এলাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)