Pakistan Train Hijack: জঙ্গিদের হাতে খুন ২০ যাত্রী! ট্রেন থেকে পণবন্দীদের উদ্ধারে এবার পাকিস্তানকে…. 50 hostages executed, Pak has 20 hours left to save remaining: Baloch insurgents

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে আস্ত একটা ট্রেন এখন বালোচ জঙ্গিদের  কব্জায়। যাত্রীদের উদ্ধার করতে যখন অভিযানে নেমেছে সেনা, তখন পাল্টা চাপ বাড়াচ্ছে অপহরণকারীরাও। তাঁদের দাবি, ট্রেনের ৫০ জন যাত্রীকে খুন করা হয়েছে। সঙ্গে হুঁশিয়ারি, পণবন্দীদের উদ্ধার করার জন্য পাকিস্তানের হাতে সময় আর মাত্র ২০ ঘণ্টা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ভয়ংকর কাণ্ড পাকিস্তানে। বালোচিস্তানে যাত্রীবাহী আস্ত একটি ট্রেন হাইজ্যাক করে নিয়েছে বালোচ লিবারেশন আর্মি(বিএলএ)।  বোলানে জাফর  জাফর এক্সপ্রেসের দখল নিয়েছে  বালোচ জঙ্গিরা। কবে? গতকাল, মঙ্গলবার। পণবন্দি ১২০ জন যাত্রী। জঙ্গিদের হুঁশিয়ারি, কোনও রকম সেনা অভিযান হলে পণবন্দি যাত্রীদের মেরে ফেলা হবে। এবার কি সেই পথে হাঁটতে শুরু করল তারা।

রাতেই অভিযানে নামে পাক-সেনা। ট্রেনের ৯ বগিতে রয়েছেন কমপক্ষে ৪০০ যাত্রী। এখনও পর্যন্ত যা খবর, রাতভর সেনা অভিযানে তাঁদের মধ্যে  ১৫৫ জনে উদ্ধার করা গিয়েছে।  বালোচ জঙ্গি দাবি, যাঁদের পণবন্দি করা হয়েছে, তাঁরা সকলেই পাকিস্তানের সেনা, পুলিস ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। বলা হয়েছে, ‘পাকিস্তানের কাছে ২০ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে যদি বন্দি বিনিময়ের জন্য় পদক্ষেপ না করা হয়, তাহলে প্রতি ঘণ্টায় বালোচ জাতীয় আদালতে পণবন্দীদের বিচার করা হবে এবং সেইমতো তাঁদের হত্য়া করা হবে’।

আরও পড়ুন:  Viral Video: ‘দু’গুলিতেই শেষ করে দেব!’ হাতে AK-47 নিয়ে নমোকে খুনের হুমকি একরত্তির…

আরও পড়ুন:  Sex in Jail: পোশাক ছিঁড়ে জেলের ভিতর বন্দিদের সঙ্গে উদ্দাম সেক্স মহিলা গার্ডদের! আরও নোংরামো! ফাঁস চরম অন্ধকার সত্যি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link