Pakistan: দেশের মানুষের দারিদ্র চরমে, ভারতের সঙ্গে পাল্লা দিতে ভয়ংকর এই অস্ত্র কিনছে পাকিস্তান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারায়। মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। দেশের একটি বিরাট অংশের মানুষ একবেলা খেয়ে থাকছেন। এরকম এক পরিস্থিতিতে এস ৩৫০ ভিটওয়াজ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার কাছে দরবার করল পাকিস্তান।

আরও পড়ুন-আগেই ফিরিয়েছে হাসপাতাল! মমতার বাড়ি থেকে জোগাড় হল চিঠি, কিন্তু রোগী নিয়ে ঢুকতেই…

কিছুদিন আগেই এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। সেই প্রস্তাব খারিজ করে দেয় পুতিন সরকার। উল্লেখ্য, ভারতের হাতে রয়েছে এই এস ৪০০ এয়ার ডিফেন্স  সিস্টেম। বিশেষজ্ঞদের ধারনা সেই কারণেই পাকিস্তানকে ওই ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চায়নি রাশিয়া। পাশাপাশি রাশিয়া চেয়েছে দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা না হোক এবং উত্তেজনা না বাড়ুক।

এস ৩৫০ ভিটওয়াজ

মধ্য থেকে দূরপাল্লার ডিফেন্স সিস্টেম এটি।  মাটি থেকে আকাশে ব্যবহার করা যায় এই সিস্টেম। এর পাল্লা ১২০ কিলোমিটার।

একাধিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত ও ধ্বংস করতে পারে এই এস ৩৫০ ভিটওয়াজ সিস্টেম। এর পাল্লায় চলে আসবে বিভিন্ন ধরনের বিমান, ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল।

এস ৩৫০ ভিটওয়াজ হাতে আসলে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম অনেকটাই শক্তিশালী হবে। সীমান্তে আরও শক্তিশালী হবে শাহবাজ শরিফের দেশ।

বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে চিন ও দেশ তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। তবে ওইসব ডিফেন্স সিস্টেম এস ৩৫০ বা এস ৪০০ ডিফেন্স সিস্টেমের ধারে কাছে আসে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link