জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হানিট্র্যাপে আটক?
হানিট্র্যাপ ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ছুটিতে গিয়েছেন। পাকিস্তান হাই কমিশনার জানিয়েছেন যে, তিনি স্বল্প সময়ের জন্য ছুটিতে আছেন।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলোর’ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মারুফ ১১ মে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার হঠাৎ প্রস্থানকে একটি কথিত হানিট্র্যাপ কেলেঙ্কারির সাথে যুক্ত করা হয়েছে। পাকিস্তান এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মহম্মদ আসিফ অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: Pakistan fear of India’s strike back again: পাকিস্তানে ফের সামরিক অভিযান চালাবে ভারত, আতঙ্কে প্রলাপ বকছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী!
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের মতে, মারুফ যেদিন চলে গেছেন, সেদিনই পাকিস্তান হাইকমিশন আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়কে তার বিদায়ের কথা জানিয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মারুফের ছুটি প্রায় দুই সপ্তাহ স্থায়ী হতে পারে। তার অপ্রত্যাশিত অনুপস্থিতি অনলাইনে জল্পনা-কল্পনার ঝড় তুলেছে।
ভাইরাল ভিডিও এবং হানিট্র্যাপের দাবির সূত্রপাত। মারুফের এক বাংলাদেশি মহিলার সাথে ছবি এবং কথিত অন্তরঙ্গ ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পর কেলেঙ্কারির গুজব আরও তীব্র হয়। এর ফলে রাষ্ট্রদূতকে হানিট্র্যাপে আটকে রাখা হয়েছে বলেও জল্পনা শুরু হয়।
আরও পড়ুন: Is Imran Khan back in Pakistan Politics: ‘ভিখারি’ পাকিস্তান পিঠ বাঁচাতে মরিয়া! শেহবাজের পতন? তখতে ফের জেলবন্দি ইমরান?
ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস-এর একটি টুইটে দাবি করা হয়েছে, ‘বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ একজন বাংলাদেশি মুসলিম মেয়ের সাথে সম্পর্কে ছিলেন। কিছু ঘনিষ্ঠ তথ্য প্রকাশ্যে আসার পর, তাকে ছুটিতে পাঠানো হয়েছিল’। এতে আরও বলা হয়েছে, ‘একটা সময় ছিল যখন পাকিস্তানিরা বাংলাদেশি মুসলিম মহিলাদের ধর্ষণ করত। আজকাল, কিছু বাংলাদেশি মুসলিম মেয়ে স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করছে।’
যদিও ভিডিওগুলির সত্যতা নিশ্চিত করা হয়নি, এই কেলেঙ্কারিটি জল্পনাকে উস্কে দিয়েছে যে মারুফ গোয়েন্দা সংস্থা বা বিরোধী দলগুলির দ্বারা আপস করা হতে পারে। সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশে পাকিস্তানের কূটনৈতিক প্রচারণার সাথে জড়িত ছিলেন। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)