Opposition Meet In Patna: একমঞ্চে রাহুল-ইয়েচুরি-মমতা, বিজেপিকে রুখতে তৈরি ১৭ দলের বিরোধী জোট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাখির চোখ ২০২৪। পটনায় বিরোধীদের বৈঠক শেষ। ১০ বা ১২ই জুলাইয়ের মধ্যে সিমলায় ফের বৈঠকে বসবেন বিরোধীরা। তবে এদিন পাটনায় বৈঠকের শেষে জোট বেঁধে মোদী সরকারকে হঠানোর ডাক মমতা-রাহুলের। বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ। পটনার বৈঠক থেকে ইতিহাসের শুরু। ১৭ বিরোধী দলের বৈঠকের পর মন্তব্য মমতার। সিমলায় বিরোধীদের বৈঠকেই ঠিক হবে ভবিষ্যত্‍ রুপরেখা। বলেন তৃণমূলনেত্রী। 

আরও পড়ুন, Mamata Banerjee: ‘একসঙ্গে লড়ব’, পটনায় বিরোধীদের জোট-বৈঠকেও মমতার নিশানায় রাজভবন

পাটনায় বিরোধীদের বৈঠক শেষ। বৈঠকের পর খাড়গে, মমতা, পাওয়ার, উদ্ধব, কেজরিওয়ালরা সাংবাদিক সম্মেলনে বিরোধী ঐক্য এক হওয়ার বার্তা দিলেন। পাটনায় বিরোধীদের জোটম্যাপ তৈরি। বিরোধীদের মিশন ২৪। আবার বৈঠকে বসা হবে। খুব ভালো কথা হয়েছে। নির্বাচনে একসঙ্গে লড়ার বিষয়ে ঐক্যমত। মল্লিকার্জুন খাড়গের উদ্যোগে পরবর্তী বৈঠক বলে জানালেন নীতিশ কুমার। ২৪-এর নির্বাচনে একসঙ্গে লড়াই। একজোট হওয়ার বিষয়ে প্রত্যেকেই একমত হয়েছে। জোটের পরবর্তী রণকৌশল তৈরি করতে সিমলায় বৈঠক।

রাহুল গান্ধী এদিন বলেন, কমন অ্যাজেন্ডা তৈরি করা হবে। আলাদা আলাদা রাজ্যের জন্য কৌশল ঠিক করতে হবে। অভিন্ন কর্মসূচি তৈরি করতেই বৈঠক। দেশের ভীতের উপর আক্রমণ হচ্ছে। মতপার্থক্য হবেই তবে সবাই একজোট হয়েই কাজ করব। সংবিধানের কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পাটনায় ১৭ দলের বৈঠক হয়েছে। পাটনা থেকে যেই আন্দোলন শুরু হয় সেটা জনআন্দোলনের রূপ নেই। তিনটে বিষয় নজরে থাকবে। আমরা এক, একসঙ্গে লড়াই করব, আমাদের বিরোধী বলবেন না। বিজেপির তানাশাহি সরকার যে স্বৈরাচার চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে। ইডি-সিবিআই লাগিয়ে দেয়, সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা করছে। আমরাও দেশের নাগরিক, আমরাও দেশপ্রেমী। রক্ত ঝরবে তবু এই কালা আইনের বিরুদ্ধে লড়াই করন। রাজনৈতিক ভেন্ডেটা যাই বিজেপি আনবে সেটার বিরুদ্ধে আমরা লড়ব। 

 

 

আরও পড়ুন, Opposition Meeting: বিরোধী বৈঠকের আগেই বিজেপিকে কটাক্ষ, পটনায় কী বললেন রাহুল গান্ধী?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link