জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গিহানার (Pahalgam Terror Attack) পরেই পাকিস্তানকে (Pakistan) যথাযথ প্রত্যাঘাত করেছে ভারত। ৯ জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আমাদের সেনা। সেই অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পুঙ্খানুপুঙ্খ খবর তুলে ধরেছে জি নিউজ (Zee News) থেকে শুরু করে জি ২৪ ঘণ্টা সহ জি মিডিয়ার প্রতিটি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্ম। সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে সত্যি ঘটনা আর সেই কারণেই ভয়ে কাঁপছে পাকিস্তান সরকার। আর সেই ভয়েই পাকিস্তান, তাদের দেশে ব্যান করল জি নিউজকে।
আরও পড়ুন- India Pakistan War: মহা ভয়ংকর রাফালের সঙ্গে ‘আত্মঘাতী ড্রোন’, ‘ঝড়ের কালো ছায়া’, ‘হাতুড়ি’র এক ঘা! ‘সিঁদুর’-সাফল্যের গোপন রহস্য…
পাকিস্তানে নিষিদ্ধ জি নিউজ
মিডিয়াতে নিষিদ্ধ ঘোষণা করে, সাধারণ মানুষকে অন্ধকারে রেখে দিতে চাইছে পাকিস্তান সরকার। এভাবেই মিডিয়াকে দমন পীড়ণের এক প্রক্রিয়া চালু করেছে ওরা। পাকিস্তানি সরকারের দাবি, ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
ভারতের অপারেশন সিঁদুর
পহেলগাঁও হামলার বদলায় ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর।’ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গিঘাঁটি ‘প্রিসিশন অ্যাটাকে’ গুঁড়িয়ে দিয়েছে ভারত। আর তারপর থেকেই আরও বেড়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা। পালটা হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ড্রোনটি পাকিস্তান থেকে এসেছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছেই! কারণ, অপারেশন সিঁদুর-এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুংকার দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেনার তরফে জানানো হয় “আমাদের পদক্ষেপগুলি কেন্দ্রীভূত, পরিমাপিত এবং উত্তেজনাকর নয়। কোনও পাকিস্তানি সামরিক বাহিনীকে আঘাত করা হয়নি। ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিতে যথেষ্ট সংযম দেখিয়েছে”।
#BreakingNews: Another propaganda move by Pakistan — Zee News banned across the country#OperationSindoor #ZeeNews #Ban pic.twitter.com/i991pHoaVH
— Zee News English (@ZeeNewsEnglish) May 8, 2025
আরও পড়ুন- WBCHSE 12th Result 2025: প্রথমবিভাগে পাস করেও কান্নার রোল সুজলির বাড়িতে, ‘দেখে যেতে পারল না’! আফসোস পরিবারের…
নিয়ন্ত্রণরেখায় পাক গোলাবর্ষণ
ভারতের প্রত্যাঘাতের পর থেকেই অস্ত্রবিরতি লংঘন করে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেকটরে নিয়ন্ত্রণরেখা বরাবর ব্য়াপক গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। পাক গোলাবর্ষণের জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১৫ জন সাধারণ নাগরিক। শহিদ হয়েছেন এক জওয়ানও, ল্যান্স নায়েক দীনেশ কুমার। পাকিস্তান উসকানিমূলক গোলাবর্ষণ করে বালাকোট, মেন্ধর, মাংকোট, কৃষ্ণঘাটি, গুলপুর, কেরনি ও পুঞ্চের জেলাসদর দফতরেও। জনবসতি এলাকায় লাগাতার গোলাবর্ষণের জেরে প্রচুর বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)