Kandahar Hijacking Mastermind Abdul Rauf Azhar Killed: অপারেশন সিঁদুরের মুকুটে আরও এক পালক! একের পর এক শীর্ষ জঙ্গিনেতা খতম। এবার নিকেশের তালিকায় জুড়ল কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড আবদুল রাউফ আজহারের নাম। আবদুল রাউফ আজহার জইশ-ই-মহম্মদের অপারেশনাল হেড। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারতের অপারেশন সিঁদুরে আবদুল রাউফ আজহার নিহত হয়েছে বলে বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর ও মুদরিকে অপারেশন সিঁদুর চালায় ভারত। প্রিসিশন অ্যাটাকে গুঁড়িয়ে দেয় জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার সদর দফতর। ভারতের প্রত্যাঘাতে নিহত হয়েছে জঙ্গিনেতা জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন। মাসুদ আজহারের ভাই হল আবদুল রউফ আজহার। ১৯৯৯ সালের ডিসেম্বরে কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান আইসি-৮১৪ অপহরণ করে। অপহরণকারীদের মধ্যে আবদুল রউফ আজহারও ছিল। হরকাত-উল-মুজাহিদিনের ৫ জন সন্ত্রাসবাদী বিমানটি ছিনতাই করে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে নিয়ে যায়।
মাসুদ আজহারকে মুক্তির বিনিময়ে যাত্রীদের মুক্তি নিশ্চিত করতে হয়েছিল ভারত সরকারকে। এই মুক্তির পরই মাসুদ আজহার জেইএম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ২০০১ সালে সংসদ হামলা এবং ২০১৬ সালের সংসদ হামলা সহ ভারতীয় মাটিতে বেশ কয়েকটি হামলা চালায়।
আরও পড়ুন, Pakistan losing Balochistan control: ‘২ টুকরো হয়ে যাবে পাকিস্তান!’ বলেই দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী….
Operation Sindoor Flight cancelled: বাতিল ৪০০টি ফ্লাইট, ২৭টি বিমানবন্দর বন্ধ! ভারত-পাক যুদ্ধ আবহে বড় পদক্ষেপ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)