জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে তার বিমান। বর্তমানে দেওঘর বিমানবন্দরে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর বিমান। সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিমানে একটি যান্ত্রিক গোলযোগ হয়েছে সেই কারণেই আকাশ থেকে জরুরী ভিত্তিতে নামানো হয়েছিল। জানা গিয়েছে, বিহারে একটি কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই দিল্লিতে ফিরছিলেন তিনি। মাঝ আকাশেই যান্ত্রিক গোলযোগ বুঝতে পারেন বিমান চালক। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিক দেওঘর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করানো হয়।
আরও পড়ুন: Narendra Modi: মাঝ আকাশে মহাবিভ্রাট! প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি…
শুক্রবার ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে শুক্রবার গিয়ে আদিবাসী এলাকায় প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রচার শেষে দিল্লি ফিরছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করানো হয়। আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করা হচ্ছে। সেখানেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী। আঁটসাঁট করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।
যদিও কারোর কোনরকমের ক্ষতি হয় নি। যদিও বিমান আকাশে যাওয়ার আগে একটি চেক করানো হয় সেখানেই ফিট সার্টিফিকেট দেওয়া হয় বিমানটিকে। কিন্তু তারপরেও কীভাবে এই যান্ত্রিক গণ্ডগোল হল তারই তদন্ত করছে তদন্তকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)