Mohan Bhagwat: উদ্বেগ বাড়াচ্ছে কমতে থাকা জন্মহার! কমপক্ষে কটি সন্তান নেওয়ার নিদান দিলেন ভাগবত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘হাম দো হামারা দো’ নীতি এখন অতীত। দেশে জন্মহার কমা নিয়ে চিন্তিত আরএসএস প্রধান মোহন ভাগবত। অদূর ভবিষ্য়তে দেশের বিপদ এড়াতে কমপক্ষে ৩ সন্তান নেওয়ার নিদান দিলেন সংঘ প্রধান। জাতি বা সমাজকে টিকে থাকতে জন্মহারের ব্যালান্স রাখা প্রয়োজন। এমনটাই মনে করেন সংঘ চালক।

আরও পড়ুন-মমতার বিরুদ্ধে বিজেপির মুখ কে? ছাব্বিশের ভোটের আগেই তোড়জোড় শুরু গেরুয়া শিবিরে

নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেন, ‘জনসংখ্যা যেভাবে কমে যাচ্ছে তা উদ্বেগের বিষয়। আধুনিক জনবিন্যাস বিজ্ঞান বলছে জন্মহার ২.১ এর নীচে নেমে গেলে সামাজিক ব্যবস্থা ভেঙে পড়বে। বাইরের কোনও শত্রুর প্রয়োজন নেই। নিজে নিজেই সমাজব্য়বস্থা বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়ার বহু ভাষা ও জাতিগোষ্ঠী এই জন্য়ই বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই আমাদের জন্মহার কখনও ২.১ শতাংশের নীচে হওয়া উচিত নয়।’

দেশের জনসংখ্যা নীতির কথা টেনে এনে ভাগবত বলেন, ১৯৯৮ সালে আমাদের দেশে জনসংখ্যা নীতি তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয় কোনও ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির হার ২.১ এর নীচে হওয়া উচিত নয়। যেহেতু ভগ্নাংশে সন্তানের জন্ম দেওয়া সম্ভব নয় তাই আমাদের কমপক্ষে ৩ সন্তান থাকতে হবে। এটাই বলছে জনসংখ্যা বিজ্ঞান।

ভাগবতের ওই মন্তব্যের পর এনিয়ে সরব হয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের মুখপাত্র মৃত্য়ুঞ্জয় তিওয়ারি।  তিনি বলেন, বিজেপি সবসময়েই জন্ম নিয়ন্ত্রণের কথা বলে। এখন আরএসএস প্রধান বলছেন বেশি সন্তান নিতে হবে। আরএসওস ও বিজেপির উচিত আগে নিজেদের মধ্যে নীতি ঠিক করা। কটা সন্তান নেওয়া উচিত। সরকার জনসংখ্যা হ্রাসের কথা বলেছে। এরকম এক পরিস্থিতিতে ভাগবতের মন্তব্য একেবারে অন্য মেরুতে অবস্থান করে।

জনতা দল ইউনাইটেডও ভাগবতের মন্তব্যের সমালোচনা করেছে। দলের মুখপাত্র অরবিন্দ নিশাদ বলেন, যে বিজেপি রোজ জন্ম নিয়ন্ত্রণের কথা বলে তার সঙ্গে কথা বলেই ভাগবতের এধরনের মন্তব্য করা উচিত। এক্ষেত্রে বিহারের মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্য কাজ করছেন। তিনি চাইছেন মেয়েদের শিক্ষার হার বাড়াতে। কারণ মহিলারাই জন্ম নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা নিতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link