Modi Cabinet: স্বরাষ্ট্রে শাহ, অর্থে ভরসা নির্মলাই, আর বাংলা? মোদী মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিরার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী-সহ মোট ৭২ জন। পুরনোদের পাশাপাশি এবার মোদী মন্ত্রিসভায় এসেছে বেশকিছু নতুন মুখ। জল্পনা ছিল কাকে কোন মন্ত্রক দেওয়া হবে। সোমবার সন্ধেয় ঘোষণা হয়ে গেল কোন মন্ত্রকে দায়িত্ব পাচ্ছেন কে।

আরও পড়ুন-‘নরেন্দ্র মোদী সরকারকে ফেলার ব্যবস্থা করুন’, মমতাকে কটাক্ষ শমীকের!

জল্পনা ছিল এনডিএ শরিক টিডিপি বা জেডিইউ গুরুত্বপূর্ণ ৪ দফতরের মধ্যে কোনও কিছু দাবি করে বসবে কিনা। কিন্তু তেমনটা হয়নি। অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রকের মতো দফতরগুলি থাকছে পুরনোদের হাতেই। চমক হিসেবে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জে পি নাড্ডাকে। অন্যদিকে,  এইচ ডি কুমারস্বামীকে দেওয়া হয়েছে ইস্পাত মন্ত্রক।

কে পেলেন কেন মন্ত্রক

স্বরাষ্ট্র-অমিত শাহ

অর্থ-নির্মলা সীতারামন

প্রতিরক্ষা-রাজনাথ সিং

সড়ক পরিবহন-নীতিন গড়করি

বিদেশ-এস জয়শঙ্কর

কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন- শিবরাজ সিং চৌহান

ইস্পাত-এইচডি কুমার স্বামী

বিমান পরিবহন-রামমোহন নাইডু

সংসদ বিষয়ক মন্ত্রক-কিরেন রিজিজু।

পরিবেশ-ভূপেন্দ্র যাদব

তথ্য ও সম্প্রচার- অশ্মিনী বৈষ্ণব

জাহাজ পূর্ণমন্ত্রী-সর্বানন্দ সোনোয়াল

জাহাজ রাষ্ট্রমন্ত্রী-শান্তনু ঠাকুর

পেট্রোলিয়াম-হরদীপ সিং পুরী

শ্রম-মনসুখ মান্ডব্য

পর্যটন ও সংস্কৃতি-গজেন্দ্র সিং শেখাওয়াত

ক্রীড়া ও যুবকল্যাণ-চিরাগ পাসোয়ান

জলশক্তি-সিআর পাটিল

খাদ্য ও উপভোক্তা-প্রহ্লাদ যোশী

সংখ্যালঘু রাষ্ট্রমন্ত্রী-রবনীত সিং বিট্টু

উত্তর-পূর্ব উন্নয়ন এবং টেলিকম-জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আইনমন্ত্রী-অর্জুনরাম মেঘওয়াল।

 বাণিজ্য- পীযূষ গোয়েল

শিক্ষা- ধর্মেন্দ্র প্রধান

বস্ত্র-গিরিরাজ সিং

শিক্ষা প্রতিমন্ত্রী-সুকান্ত মজুমদার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link