জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: লাগাতার বাড়ির পরিচারিকাকে ধর্ষন করেছেন মালিক। আর সেই অভিজ্ঞতা ভরা আদালতে পড়ার সময়ই জ্ঞান হারালেন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে নিউইয়র্কে। শুধু ধর্ষণ নয়, ধর্ষণকারীও তাকে তার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ের নগ্ন ছবি দেখানোর জন্য ব্ল্যাকমেইল করত। যা তার প্রতিদিনের ভয়ংকর ট্রমাকে আরও বাড়িয়ে দেয়। এরপরই আদালতে চিঠি দেন নির্যাতিতা মহিলা।
আরও পড়ুন, Bangladesh: মুখ-সহ সারা শরীরে… বদলের বাংলাদেশে ভয়ংকর ছবি, ঢাকার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন!
সেখানেই তিনি বর্ণনা দিয়েছেন, কীভাবে অভিযুক্ত জোস এস্পিনোজা তাকে হেনস্থা করেছে, কষ্ট দিয়েছে। ম্যানহাটন সুপ্রিম কোর্টের এক প্রোসিকিউটর সেটি ভরা আদালতে পড়ছিলেন। তখনই মধ্যবয়সী ওই মহিলার চোখ বড় বড় হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রায় মিনিট ১০ এরকম পরিস্থিতি ছিল কোর্টরুমে। ‘এই অসভ্য-ইতর লোকটির কারণে এখনও সাধারণ জীবনে ফেরার লড়াই করছি আমি’, এমনটাই প্রসিকিউটরের পড়া চিঠিতে এমনই লেখা ছিল।
চিঠিতে নির্যাতিতা আরও লেখেন, ‘বহু বছর ধরে, আমি কোনও কারণ ছাড়াই নরকযন্ত্রণা সহ্য করেছি। আমার জীবন এবং আমার নিরীহ পরিবারকে ধ্বংস করেছে এই শয়তানটা। ইওর অনার, এই নিকৃষ্ট মানুষটির কথায় ভুলবেন না।’ এরপরেই ২২ বছরের জেল হয় অভিযুক্তের। চিঠিতে লেখা, ‘এমন মানুষ কখনও শুধরোয় না। আমি বলছি। ইতর লোক, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়।’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
রিপোর্ট অনুযায়ী, ২০১৭-য় এস্পিনোজা বাড়িতে কাজ করত, সেখানেই সেক্স ও বাড়িতে কাজের বিনিময়ে টাকা দিতে চায় সে। অটিস্টিক সন্তানের মা যখন সেটা নিতে অস্বীকার করে তারপরই হিংস্র হয়ে ওঠে সে। শুরু হয় মারধর, তার পাসপোর্টও কেড়ে নিয়েছিল বলে অভিযোগ। এমনকি মেয়ের নগ্ন ছবি দেখার দাবিও করতে থাকে। দীর্ঘ ছয় বছরের এই ভয়াবহতা কাটে যখন এক সমাজকর্মী তাকে সাহায্য করে। ব্রেস্ট ক্যানসারের চিকিত্সা করাতে গিয়ে সমাজকর্মীর সঙ্গে আলাপ হয় নির্যাতিতার।
আরও পড়ুন, Bangladesh: বেহাল বদলের বাংলাদেশ, দামি গোরুর বদলে পাতে পড়ছে ২৫০ টাকার ঘোড়া
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)