জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেবে দেখুন একবার। সমুদ্রের জল ফুঁসে উঠেছে হাজার ফুট। আর তা এগিয়ে আসছে স্থলভাগের দিকে। এমনটা হলে তা হল মেগা সুনামি। সাধারণভাবে ভূমিকম্প হলে সুনামির সৃষ্টি হতে পারে। আর বিশাল ভূমিধস কিংবা কোনও আগ্নেয়গিরির বিস্ফোরণ হলে তৈরি হয় মেগা সুনামি। আমেরিকার তিনটি অঞ্চল এরকমই এক মেগা সুনামির আতঙ্কে ভুগছে। বিশেষজ্ঞরা বলেছেন ওরকম ভয়ংকর মেগা সুনামি আছড়ে পড়তে পারে আমেরিকার আলাস্কা, হাওয়াই ও পশ্চিম উপকুলে। কারও ওইসব এলাকাগুলি রয়েছে একাধিক আগ্নেয়গরির, ভূমিধস ও ভূমিকম্প প্রবণ এলাকার কাছাকাছি।
বিজ্ঞানীরা বলছেন কয়েক লক্ষ বছর আগে বিশাল এক উল্কাপিন্ড আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে। তাতেই তৈরি হয়েছিল এক মেগা সুনামি। তাতেই পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায় ডায়নোসেরস। বিশেষজ্ঞরা বলছেন, ক্যানারি আইল্যান্ডে কামব্রে ভিয়েজা আগ্নেয়গিরি একসময় ভেঙে পড়তে পারে আটলান্টিকে। তাতেই আমেরিকার পূর্ব উপকুলের দিকে ধেয়ে আসতে পারে এক মেগা সুনামি।
২০০১ সালে একটি গবেষণা করেন ড. সিমন ডে ও স্টিভেন ওয়াড। তাঁরা বলেছিলেন কামব্রে ভিয়েজার ১২০ কিউবিক মাইল পাথর ভেঙে পড়তে পারে সমুদ্রে। এতেই তৈরি হতে পারে বিশাল ঢেউ। সেই ঢেউয়ের প্রাথমিক উচ্চাতা হতে পারে ২০০০ ফুট। পরে তা তীরের দিকে এলে তার উচ্চতা দাঁড়াতে পারের ১৫০ ফুট পর্যন্ত। ফলে বোঝা যায় তার ফলে আমেরিকার উপকুলবর্তী এলাতার শহরগুলির কী অবস্থা হতে পারে। অতীতেও ওইসব এলাকায় বিশাল ভূমিধস, আগ্নেয়গিরির অগ্নি উত্পাত ও ভূমিকম্পের ফলে বিশাল ঢেউ এসে আঘাত করেছে।
১৯৫৮ সালে একটি তীব্র ভূমিকম্প হয়েছিল আলাস্কায়। সমুদ্রে পড়েছিল বিশাল এক পাথরের খণ্ড। সেটির আকার ছিল ২৪০০ ফুট বাই ৩০০০ ফুট। এর ফলে তৈরি হয়েছিল ১৭১৯ ফুট উঁচু ঢেউ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন বিশাল এক শব্দ করে সমুদ্রে ভেঙে পড়েছিল বিশাল এক পাথরের খণ্ড। তাতেই তৈরি হয়েছিল বিশাল এক ঢেউ। সেই ঢেউয়ের ধাক্কায় ভেঙে পড়েছিল লাইট হাউস, বনাঞ্চল ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। এক মত্সজীবীর নৌকা ঢেউয়ের দোলায় উঠে পড়েছিল গাছের উপরে।
আরও পড়ুন-‘যারা চোখে ঠুলো পরে বসে আছে, তারাই শুধু বাংলার উন্নয়ন দেখতে পায় না’!
আরও পড়ুন-চেক পয়েন্ট ‘চিকেন্স নেক’? বাংলার সীমান্তে এবার মোদীর নজরদারি! কবে, কখন…
২০২০ সালে ১৪ জন বিজ্ঞানী বলেছিলেন ব্যারি গ্লেসিয়ারের সরে যাওয়ার কারণে পাহাড়ের একটি বিরাট অংশ ভেঙে পড়তে পারে সমুদ্রে। তার ফলে তৈরি হতে পারে এক মেগা সুনামি। বিজ্ঞানীরা এখন বহু হিমবাহের উপরে নজর রেখে চলেছেন। কারণ যে কোনও সময়ে উষ্ণায়নের কারণে তা ভেঙে পড়তে পারে।
হাওয়াইয়ে মেগা সুনামি হওয়ার একটা ইতিহাস রয়েছে। বিজ্ঞানীদের দাবি প্রায় দেড় লাখ বছর আগে হাওয়াইয়ে এক মেগা সুনামি হয়েছিল। তা আছড়ে পড়েছিল লানাই দ্বীপে। তাতে দ্বীপের সব জীবজগত্ নষ্ট হয়ে যায়। সেরকম যে কোনও সময় আমেরিকার একাধিক অঞ্চলের উপরে নেমে আসতে পারে মেগা সুনামির ধ্বংসলীলা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)