জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্তির ছায়া যেন পেছনই ছাড়ছে না মণিপুরের। নভেম্বর থেকে ফের হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত জানা গিয়েছে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০ জন, যাদের মধ্যে রয়েছে ১১ জন কুকি জঙ্গি বলে অভিযোগ। ৭ জেলায় বন্ধ ইন্টারনেট। দেড় বছর পরেও অশান্ত মণিপুর। শুক্র ও শনিবার মোট ৬ জন মেইতেই জনগোষ্ঠীর মানুষ অপহৃত হন। তাদের দেহ পাওয়া গিয়েছে। তারই প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব ও পশ্চিম ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে।
আরও পড়ুন: Human Sacrifice| Bihar: ভয়ংকর কাণ্ড মায়ের! অলৌলিক ক্ষমতা পেতে সন্তানকে বলি দিয়ে হৃত্পিণ্ড খুবলে….
রাজ্য সরকার সংযত থাকার বার্তা দিলেও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। চলছে কার্ফু, কিন্তু তার মধ্যেই জ্বলছে গির্জা, স্কুল, পেট্রল পাম্প সহ ভাঙচুর করা হয় বাড়িঘর। এই ভাঙচুর এবং হামলার পেছনে রয়েছে কে তা এখনও জানা যায়নি। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। রবিবার রাত থেকেই শুরু হয়েছে যৌথ বাহিনীর টহলদারি। পাঁচ দিন আগেই জিরিবাম জেলা থেকে একই পরিবারের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল সন্দেহভাজন কুকি জঙ্গিদের বিরুদ্ধে। ওই ছ’জন ছিলেন মেইতেই সম্প্রদায়ের। তাঁদের খোঁজ শুরু করে নিরাপত্তাবাহিনী।
এবার অগ্নিগর্ভ পরিস্থিতির আবহে বিজেপির এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল কনরাড সাংমার ন্যাশানল পিপলস পার্টি। দলের সভাপতি কনরাড সাংমা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে এই সিদ্ধান্তর কথা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন। যেহেতু বহুদিন ধরে অশান্ত মণিপুর এবং রাজ্যের হিংসার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী, তাই এই মতন পরিস্থিতিতে সরকারের তাঁদের পক্ষে থাকা সম্ভব নয় বলে জানায় এনপিপি।
আরও পড়ুন: Vande Bharat Sleeper Train: নতুন বছরে ছুটবে ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন, কেন রুটে চলবে, বাংলা পাবে কটি?
শুক্রবার রাতে তিন জনের দেহ উদ্ধারের পর শনিবার উদ্ধার হল আরও তিন জনের দেহ। দেহগুলি এখনও শনাক্ত করা যায়নি। এর পরেই প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া দেহগুলি কি অপহৃত ছয় মহিলা ও শিশুর? পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় অসম-মণিপুর সীমানায় জিরি নদীতে ৩টি দেহ ভাসতে দেখা যায়। জিরিঘাট এলাকা থেকে ওই তিন দেহ উদ্ধার করে শুক্রবার রাতে অসমের শিলচরের মর্গে পাঠানো হয়। সেখানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেই দেহগুলির ময়নাতদন্ত করা হয়। শনিবার দুপুরে সরকারি একটি সূত্র ওই সংবাদ সংস্থাকে জানিয়েছে, আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। সেগুলি এখনও শনাক্ত করা যায়নি। শিলচরের হাসপাতালে ময়াতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)