Maharashtra Shocker: কিশোরকে খুন, দেহ কেটে টুকরো টুকরো! ৪ বছর ধরে তারপর… মৌলানার হাড়হিম কীর্তি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! হাড়হিম! অবিশ্বাস্য! প্রথমে কিশোরকে কুপিয়ে খুন! তারপর দেহ কেটে টুকরো টুকরো করা! তারপর ৪ বছর ধরে ওই কিশোরের পরিবারের সঙ্গেই তার ফিরে আসার প্রার্থনা করে গেলেন এক মৌলানা! হাড়হিম করে দেওয়া চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। 

বৃহস্পতিবার মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে অভিযুক্ত মৌলানাকে গ্রেফতার করেছে পুলিস। অভিযোগ, ৪ বছর আগে এক নাবালিকাকে যৌন নিগ্রহ করেন ওই মৌলানা। যৌন নিগ্রহ করার সময় তা দেখে ফেলেছিল শোয়েব শেখ নামে ওই কিশোর। সেই কারণে ১৭ বছরের ওই কিশোরকে খুন করেন মৌলানা গুলাম রব্বানি শেখ। ২০২০ সালে ঘটে এই খুনের ঘটনাটি। 

খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশে ওই কিশোরের দেহ কেটে কেটে টুকরো করেন। কিছু দেহের টুকরো তাঁর দোকানের মাটির নীচেই পুঁতে দেন অভিযুক্ত মৌলানা গুলাম রব্বানি শেখ। এদিকে শোয়েবের বাবা, মা যখন ছেলের খোঁজে তাঁর কাছে আসেন, তখন গোটা বিষয়টি এড়িয়ে যান তিনি। উপরন্তু শোয়েবের বাবা-মায়ের সঙ্গে বসে ‘নিখোঁজ’ ছেলের ফিরে আসার জন্য প্রার্থনাও করেন।

উল্লেখ্য, গতকালই সামনে এসেছে মধ্যপ্রদেশে ঘটে যাওয়া আরও একটি অপরাধের ঘটনা। হাইওয়ের উপর স্বামীকে ৩৬ বার কুপিয়ে খুন করে ১৭ বছরের নাবালিকা স্ত্রী। খুনের পর ভিডিয়ো কল করে সেই খবর দেয় প্রেমিককে। জানাল, ‘কাম হো গ্যায়া!’ জানা গিয়েছে, ওই কিশোরী কৌশলে তার স্বামীকে বাইকে করে প্রথমে ইন্দোর-ইছাপুর হাইওয়ের উপর একটি নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে তাদের পিছু পিছু আসে ওই কিশোরীর সঙ্গীরাও। এরপর ওই নির্জনস্থলে কিশোরী ও তার সঙ্গীরা মিলিয়ে কুপিয়ে খুন করে স্বামীকে। ৩৬ বার কোপানো হয়।

আরও পড়ুন, UP Realtor: ‘চিকিৎসায় অর্থ অপচয় চাই না,’ স্ত্রীকে খুন করে আত্মঘাতী ক্যান্সার আক্রান্ত ব্যবসায়ী!

আরও পড়ুন, Banned Drugs: ‘স্বাস্থ্যের পক্ষে ভয়ংকর ক্ষতিকর’, জ্বর-মাথা ব্যথা সহ ৩৫ ওষুধ নিষিদ্ধ! ভুলেও খাবেন না… 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link