Mahakumbh 2025: কুম্ভমেলায় ১৩ বছরের কিশোরীকে ‘দান’ হিসেবে নিয়ে সাসপেন্ড মোহন্ত কুশল গিরি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বয়স মাত্র ১৩। আগ্রার এক কিশোরীকে সাধ্বী বানাতে তাকে তার পরিবারের কাছ থেকে ‘দান’ হিসেবে নিয়েছিলেন জুনা আখাড়ার সন্ন্যাসী মোহন্ত কুশল গিরি। আগামী ১৯ জানুয়ারি ওই কিশোরীর পিন্ডদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই পিন্ডদানের পরই তার বর্তমান অতীত হয়ে গিয়ে নতুন জীবন পাওয়ার কথা। কিন্তু কুশল গিরির সেই পরিকল্পনায় বাধ সাধল জুনা আখাড়া। আগামী ৭ বছরের জন্য সাসপেন্ড করা হল কুশল গিরিকে।

আরও পড়ুন- ছেলেকে দেখতে সকালেই খড়গপুর আইআইটির হস্টেলে পৌঁছে গিয়েছিলেন, দরজা খুলতেই বাকরুদ্ধ বাবা-মা

আখাড়া সূত্রে খবর, আগ্রার ওই কিশোরীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে তার বাড়িতে ফিরে গিয়েছে। সন্ন্যাসিনী হওয়ার জন্য কমপক্ষে ২২ বছর বয়স হওয়া প্রয়োজন বলে ঘোষণা করা হয়েছে আখাড়ার তরফে।

ওই কিশোরীকে গ্রহণ করা নিয়ে সাফাই দিয়েছেন কুশল গিরি। তিনি বলেছেন, যা হয়েছে তা ওই কিশোরীর বাবা-মার সম্মতিতেই হয়েছে। ধর্মধ্বজা ও পিন্ডদান অনুষ্ঠানের পর ওই কিশোরীর সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করার কথা।

উল্লেখ্য, ওই কিশোরীকে গ্রহণ করা নিয়ে আখাড়ায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন আখাড়ার বর্ষীয়ান সন্ন্যাসী শ্রীমন্ত গিরি, মুখপাত্র নারায়ণ গিরি, মেলায় দায়িত্বে থাকা মোহন ভারতী। সেই ওই বৈঠকেই ঠিক হয় কুশল গিরিকে সাসপেন্ড করা হবে।

আখাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখপাত্র নারায়ণ গিরি বলেন, ‘এ জিনিস মেনে নেওয়া যায় না। কারণ মেয়েটি এখনও প্রাপ্তবয়স্ক নয়। ওই কিশোরীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আখাড়ায় যোগ দিতে গেলে নূন্যতম বয়স হতে হবে ২২ বছর। আখাড়ার কোনও শিশু-কিশোরীকে নেওয়া যায় না।’

উল্লেখ্য, ওই কিশোরীর বাবার একটি মিষ্টির দোকান রয়েছে আগ্রায়। গত ২৬ ডিসেম্বর ওই কিশোরী ও তার বোনকে নিয়ে কুশল গিরির আখাড়ায় আসনে কিশোরীর বাবা। তিন বছর আগে থেকেই কুশল গিরির সঙ্গে তাদের পরিচয়। কিশোরীর মা জানিয়েছেন, কুশল গিরির গীতা পাঠে আমরা মোহিত হয়ে গিয়েছিলাম। তারপরই মহাকুম্ভে আসার সিদ্ধান্ত নিই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link