জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘লাইন অফ কন্ট্রোল’-এ ফাটল বাজি, কাঁটাতারের এপাশে দেখা গেল হইচই। এটা খুশির বাজি। কারণ আজ দীপাবলি। বাড়ি থেকে হাজার মাইল দূরে রয়েছেন তাঁরা। তাও ‘লাইন অফ কন্ট্রোল’ (LoC) এই নিজেদের বাড়ি খুঁজে পেয়েছেন বলে জানান ‘লাইন অফ কন্ট্রোলে’ দায়িত্বপ্রাপ্ত আর্মির জাওয়ানরা। ‘এলওসি’-তেই পালন হল আলোর উৎসব দীপাবলি। কাঁটাতারের ওপর জ্বালানো হয়েছে মোমবাতি। জ্বলল ফুলঝুরি, এইভাবেই নিজেদের দীপাবলি পালন করছেন আর্মড ফোর্সরা।
আরও পড়ুন: Ayodhya: মন্দির তৈরির পর প্রথম দীপাবলিতেই অযোধ্যার মুকুটে জোড়া গিনেস রেকর্ড!
এক অফিসার বলেন, “আমরা বাড়ি থেকে বহুদূরে আমাদের দীপাবলি পালন করি। আর্মি আমাদের কাছে আরেকটি পরিবার। প্রথা মতে, আমরা এই দীপাবলি আমাদের সহ জাওয়ান এবং অফিসারদের সঙ্গে পালন করছি।’ জাওয়ানরা দীপাবলির রাতে লক্ষ্মী পুজো করেন, বাজি ফাটান। এইভাবেই তাঁরা এই আলোর উৎসব দীপাবলি উপভোগ করেন। উৎসবের পাশাপাশি ‘এলওসি’-তে সজাগ ডিউটিতে তাঁরা। আরেক পেট্রোলিং অফিসার তিনি জানান, ‘আমরা সবাই সময় মতন পেট্রোলিং করে চলেছি। কাজের পাশাপাশি আমরা এখানে সমস্ত ইউনিফর্মধারীরা একসঙ্গে উৎসব পালন করি।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)