জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সাল যে একটি লিপ ইয়ার তা আমরা সকলেই জানি। গত বৃহস্পতিবারই ছিল বছরের সেই বারতি দিন, ২৯ ফেব্রুযারি। এইদিন যেসকল মানুষের জন্ম, তাঁদের জন্য বেশ একটা অন্যরকম ব্যাপার ঘটে। দীর্ঘ ৪ বছর বাদে বাদে তাঁরা উদযাপন করতে পারে তাঁদের জন্মদিন। তবে জানেন যে এই দিনে, অর্থাৎ দীর্ঘ ৪ বছর বাদে বাদে একটি বিশেষ ধরনের ম্যাগাজিনও বের হয়। ফ্রান্সের ‘লা বুগি ডু স্যাপিউর’ শুধুমাত্র লিপ ইয়ারের ২৯ ফেব্রুয়ারিই বের হয়।
আরও পড়ুন: Himalaya Ice Melting: বরফ গলছে হিমালয়ের! লাল সর্তকতা জারি বিজ্ঞানীদের
এই ২০ পৃষ্ঠার ট্যাবলয়েডের বিশেষত্ব হল এটি শুধুমাত্র ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়, তাই প্রতি লিপ বছরে একবার। এই ম্যাগাজিন প্রথম সংস্করণ হয়েছিল ১৯৮০ সালে, এবং এই বছর ছিল এটির ১২ নম্বর সংখ্যা। সারাজীবন হাসতে চেয়েছিলেন এমন একদল বন্ধুর দ্বারা কল্পনা করা হয়েছিল এই ম্যাগাজিন।
সম্পাদক জিন ডি’ইন্ডি বলেছেন, ‘প্রথম সংখ্যাটি দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার পরে, সংবাদদাতারা আরও কপির জন্য দাবি করছিল – তাই আমরা বলেছিলাম ঠিক আছে, কিন্তু চার বছর পর!’।
মিঃ ডি’ইন্ডি বলেছেন, ‘এখনও আমাদের কিছু বন্ধু-বান্ধব এই কপি বের করেন। আমরা সাধারণত পানশালাতে দেখা করি এবং নিজেদের ভাবনা নিয়ে আলোচনা করি। যদি পাঠক তা করেন তবে তা হবে কেকের উপর এক্সট্রা ক্রিমের মতো’।
আরও পড়ুন: Pakistani Singer Slaps Comedian: ‘হানিমুন’ নিয়ে মজা করতেই চড় সঞ্চালককে! ভাইরাল পাক গায়িকা…
রাজনীতি, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়াবলী, শিল্পকলা, ধাঁধা এবং সেলিব্রিটি গসিপ বিষয়ক বিভাগ সহ, লা বুগি একটি নিয়মিত সংবাদপত্রের মতো সংগঠিত হয়। এই ম্যাগাজিনের শেষ সংস্করণ হয়েছিল ২০২০ সালে, কোভিড থাকার পরও সেই বছর ১২০০০০ কপি বিক্রি হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)